Home / রাজনীতি / সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক দাবিটি সঠিক নয়

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক দাবিটি সঠিক নয়

সোমবার ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় ৩১ জন মারা গিয়েছেন এবং ৬৯ জন চিকিৎসাধীন। ঘটনার দিন বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে গ্রেফতার করে দীর্ঘদিন জেলে আটকে রাখা হয়েছে। 

এরপর দাবিতে ফেসবুকে আরও কিছু পোস্ট পাওয়া গিয়েছে এখানে, এখানে, এখানে, এবং এখানে

ইনসাইড রিউমারসের অনুসন্ধানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে গ্রেফতারের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায় নি। তবে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের যতজন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বা বিভিন্ন মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত করা হয়েছে তাদের প্রত্যেকটি ঘটনাকে নিয়েই মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কোন সংবাদপত্রেই সামন্ত লাল গ্রেফতার হয়েছেন বলে সংবাদ প্রচার করা হয়নি। 

অন্যদিকে উত্তরায় বিমান বিধ্বস্ত হবার ঘটনায় সামন্ত লালের প্রসঙ্গ নতুন করে উঠে আসার ব্যাপারটি নজরে এসেছে মূলধারার গণমাধ্যমগুলির। দৈনিক ইনকিলাব আজ মঙ্গলবার প্রকাশিত একটি সংবাদে জানিয়েছে যে সামন্ত লালের সাথে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে অসুস্থতার কথা বলে কেটে দেন। 

অন্যদিকে জাগো নিউজ সামন্ত লালের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে যে তিনি দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। 

Tagged: