ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার এডিট করা ছবি প্রকাশ করে অপপ্রচার চালানো হচ্ছে।
ইনসাইড রিউমারসের অনুসন্ধানে দেখা গিয়েছে, কখনো তার নিজের ছবি এডিট করে পোশাক বদলে আবার কখনো বিদেশী অভিনেত্রীর ছবিতে চেহারা বসিয়ে সেসব ছবিতে তাসনিম জারার ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।
এরকম কিছু ফেসবুক পোস্ট দেখা গিয়েছে এখানে এবং এখানে।
এবছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে ভাইরাল হওয়া প্রথম বিকৃত ছবি ফেসবুকে ভাইরাল হবার পর ছবিতে থাকা আরেক নারী ফারিহা নিশাত তার ফেসবুক প্রোফাইলে আসল ছবি এবং সম্পাদিত ছবি দুটো প্রকাশ করে।
অন্যদিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ২০ জুলাই ভাইরাল হওয়া তাসনিম জারার আরেকটি বিকৃত ছবি আসলে ভারতীয় অভিনেত্রী পার্বতী থিরুভোথুর। পার্বতীর ছবি নিয়ে সেটার চেহারায় তাসনিম জারাকে বসিয়ে সেটা প্রচার করা হচ্ছে।