Home / রাজনীতি / গুলশানে চাঁদাবাজি: এনসিপিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার এআই-নির্মিত ভুয়া বক্তব্য প্রচার

গুলশানে চাঁদাবাজি: এনসিপিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার এআই-নির্মিত ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি ভুয়া ভিডিও প্রচার করা হচ্ছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে বলতে শোনা যায় যে গুলশানে “চাঁদাবাজি করতে গিয়ে ধরা পরা এনসিপি নেতাকে” তিনি বকে দিয়েছেন৷

এরকম বক্তব্যসহ ভিডিও আছে এখানে, এখানে এবং এখানে

ইনসাইড রিউমার্সের অনুসন্ধানে দেখা গেছে, এই ভিডিওগুলি মিথ্যা এবং এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে৷

ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওটির নিচে ডান পাশে Veo (ভিও) লেখা একটি জলছাপ দেখতে পাওয়া যায়৷ ভিও গুগলের একটি জেনারেটিভ এআই যার সাহায্যে টেক্সট প্রম্পট প্রদান করে ছোট ছোট ভিডিও বানানো সম্ভব৷

আর ভিও দিয়ে নির্মিত ভুয়া ভিডিওটিতে যে পোশাকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখা যাচ্ছে সেই পোশাকে তার ছবি দীর্ঘ সময় ধরে মূলধারার গণমাধ্যমগুলো ফাইল ছবি হিসেবে ব্যবহার করে আসছে৷ এরকম একটি স্থির ছবি ফাইল ফটো হিসেবে ব্যবহৃত হয়েছে দেশ রূপান্তর পত্রিকায় এ বছরের ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও৷ এটা সহজেই বোঝা যায় যে ভিও ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিওটিতে রেফারেন্স হিসেবে এই পুরোনো ছবিটাই ব্যবহার করা হয়েছে৷

এআই দিয়ে নির্মিত এ ধরনের ভিডিওগুলো সাধারণত ব্যক্তির কথা বলার ধরনকে ধরতে পারে না৷ বডি মুভমেন্টগুলো বেশি স্মুথ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এআই একটা কৃত্রিমতা নিয়ে আসে৷ স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভুয়া ভিডিওটির ক্ষেত্রেও তেমনটি হয়েছে৷

পাশাপাশি জেনারেটিভ এআইয়ের এখনো ছবিতে কিংবা ভিডিওতে টেক্সট দিতে না পারার একটা সীমাবদ্ধতা রয়েছে৷ ভিডিওর সাথে থাকা সাবটাইটেলের মতো অংশটা দেখলে স্পষ্টতই সেটা বোঝা যায়৷

Tagged: