সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে যেখানে বলা হচ্ছে, বাংলাদেশে গত বছরের ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালত কর্তৃক বৈধ সরকার ঘোষণা করা হয়েছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনসাইড রিউমার্সের প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আওয়ামীলীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই সংক্রান্ত কোনো পোস্ট পরিলক্ষিত হয়নি।
বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে, প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণে সেখানে কোনো নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। সেখানে শুধুমাত্র আন্তর্জাতিক আদালত উদ্ধৃত করা হয়েছে। প্রকৃতপক্ষে অনুসন্ধানে এ ধরনের কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) নামক প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকলেও সেখানে এ সংক্রান্ত কোনো ঘোষণার কথা বলা হয়নি।