সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লেটারপ্যাডে নেতৃবৃন্দের সাক্ষর সম্বলিত “জুলাই সনদ অঙ্গীকারনামা” শীর্ষক শিরোনামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
শুরুতেই ইনসাইড রিউমারস ফেসবুকে প্রচারিত পোস্টের বিষয়ে অনুসন্ধানে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে খোঁজ করে দাবিকৃত ‘জুলাই সনদ অঙ্গীকারনামা’ সংক্রান্ত কোনো পোস্ট কিংবা তথ্য খুঁজে পায়নি। তবে গত ২ আগস্ট একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে দলটি তাদের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করেছে।
অর্থাৎ এনসিপির নামে ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া।
এছাড়া, দলটির ফেসবুক পেজে প্রচারিত একাধিক বিজ্ঞপ্তির সাথে ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তিটির তুলনামূলক বিশ্লেষণে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।
আলোচিত বিজ্ঞপ্তিতে ‘জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’ লিখাটির বাম পাশে লোগো ব্যবহার করা হয়েছে যা মূল বিজ্ঞপ্তিতে পরিলক্ষিত হয়নি। পাশাপাশি মূল বিজ্ঞাপ্তিতে স্মারক, সূত্র নাম্বার এবং তারিখ উল্লেখ থাকলেও আলোচিত বিজ্ঞপ্তিতে সেগুলো খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আলোচিত বিজ্ঞতিতে লেখার মূল অংশে মাঝখানে লোগো ব্যবহার করলেও এনসিপির মূল বিজ্ঞপ্তিতে সেটির ব্যবহার পরিলক্ষিত হয়নি।
তাছাড়া, দেশের কোনো গণমাধ্যমেও আলোচিত বিজ্ঞতিটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।