Home / রাজনীতি / পিটার হাসের সঙ্গে কক্সবাজারে এনসিপি নেতাদের বৈঠকের দাবিটি সঠিক নয়

পিটার হাসের সঙ্গে কক্সবাজারে এনসিপি নেতাদের বৈঠকের দাবিটি সঠিক নয়

সম্প্রতি ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের কক্সবাজারে “গোপন বৈঠক” শীর্ষক একটি তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। এই দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন আছে এখানে (আর্কাইভ)।

শুরুতেই আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে বিবিসি নিউজ বাংলায় “হাসনাত-সারজিসদের হঠাৎ কক্সবাজারে যাওয়াকে ঘিরে সন্দেহ-কৌতুহল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী আলোচিত দাবিটিকে “গুজব, মিসইনফরমেশন এবং এ ধরনের কিছুই না” বলে মন্তব্য করতে দেখা যায়।

এছাড়া বিবিসির প্রতিবেদন থেকে আরও জানা যায়, এনসিপি নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি পিটার হাসের বিষয়েও খোঁজ নিয়েছেন কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন। তিনি বিবিসি নিউজ বাংলাকে বলেন, “আমরা হোটেলের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, পিটার হাস বা অন্য কোনো বিদেশি নাগরিক আজকে তাদের হোটেলে আসেননি। গেস্টদের তালিকাতেও আমরা পিটার হাসের নাম দেখিনি।”

অর্থাৎ, বিবিসি বাংলার প্রতিবেদন বিশ্লেষণে বিষয়টি স্পষ্ট যে, কক্সবাজারে এনসিপি নেতাতের সাথে পিটার হাসের গোপন বৈঠকের বিষয়টি গুজব।

পরবর্তীতে, পিটার হাসের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার ফেসবুক পেজে পিটার হাসের ছবি সহ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি বলেন, “ছবি যে দুইজন তুলছেন তাদের একজন পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত। যিনি আজ (ওয়াশিংটন সময় সকাল ৯ টা, ৫ আগষ্ট ২০২৫) সকালেও ইউএসএ’তে অবস্থান করছেন।”

অর্থাৎ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটার হাসের সাথে কক্সবাজারে এনসিপি নেতাতের গোপন বৈঠকের দাবিটি সঠিক নয়।

Tagged: