Home / রাজনীতি / আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম ‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলেছে’ বলে প্রচারিত দাবিটি সঠিক নয়

আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম ‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলেছে’ বলে প্রচারিত দাবিটি সঠিক নয়

সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দাবি প্রচার করা হচ্ছে যেখানে বলা হচ্ছে, “অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বললো আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম!”

এই দাবিতে এখন টিভির ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন আছে এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে যুক্ত ফটোকার্ডে ‘এখন টিভি’র লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ‘এখন টিভি’র ফেসবুক পেজে একই ফটোকার্ড যুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টের মন্তব্য ঘরে যুক্ত এখন টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর লিংক খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে কোথাও আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম কর্তৃক অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে, অনুসন্ধানে আল-জাজিরা কিংবা অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যম অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলার কোনো তথ্য কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, ‘আল-জাজিরা’র ওয়েবসাইটে “Bangladesh Falters on Rights Reform” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।  উক্ত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার ও আইনি সংস্কারের প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি দেখাতে পারেনি। রাজনৈতিক দমন, বিচারবহির্ভূত গ্রেফতার ও নিরাপত্তা বাহিনীর সংস্কারে স্থবিরতা অব্যাহত রয়েছে। Human Rights Watch সতর্ক করেছে, এই ধারা চলতে থাকলে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের সুযোগ নষ্ট হয়ে যাবে। 

উক্ত প্রতিবেদনের কোথাও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বলা হয়েছে বিষয়ক কোনো তথ্যের উল্লেখ নেই।

দাবিটির বিষয়ে অধিকতর অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘রয়টার্স’ এর ওয়েবসাইটে “Bangladesh grapples with fraught politics a year after former PM Hasina fled” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরও একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও বাংলাদেশ রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত, যা অন্তবর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ ঘোষণা করলেও সহিংসতা, দলীয় বৈষম্য ও জোরপূর্বক গ্রেফতার নিয়ে উদ্বেগ রয়ে গেছে। মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই পরিস্থিতিতে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

উক্ত প্রতিবেদনেও কোথাও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বলার কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। 

এছাড়াও, অনুসন্ধানে কোথাও আল-জাজিরা সহ আন্তর্জাতিক কোনো গণমাধ্যম অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বলার তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, আলোচিত দাবিটি সঠিক নয়।

Tagged: