Home / জাতীয় / ৫ই আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ উল্লেখ করে পুলিশের আইজিপির ভিডিওটি এআই নির্মিত

৫ই আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ উল্লেখ করে পুলিশের আইজিপির ভিডিওটি এআই নির্মিত

সম্প্রতি ৫ই আগস্টকে “পুলিশ হত্যা দিবস” হিসেবে উল্লেখ করে একটি এআই নির্মিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি পুলিশের আইজিপি বাহারুল আলমের।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এআই নির্মিত ভিডিওটিতে বলতে শোনা যায়, “‘৫ই আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। হত্যার বিচার একদিন বাংলার মাটিতে হবে কেউ রেহাই পাবে না।”

উক্ত দাবিতে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ২ লক্ষ ৫১ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি ২ হাজারের অধিক বার শেয়ার করা হয়েছে। 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিকে ফ্রেম ধরে পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওটি পর্যবেক্ষণে পুলিশের আইজিপি বাহারুল আলমের কণ্ঠস্বর এবং পারিপার্শ্বিক অবস্থার মধ্যে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। এরকম অস্বাভাবিকতা কেবলমাত্র এআই নির্মিত ভিডিওগুলিতেই থাকে। 

পাশাপাশি ভাইরাল হওয়া ভিডিওগুলিকে পর্যবেক্ষণ করে আরও বোঝা যায়, গুগলের এআই ভিডিও তৈরির টুল Veo ব্যবহার করে নির্মিত ভিডিওটিকে ক্রপ করে ভিও-র লোগো ফেলে দেবার চেষ্টা করা হয়েছে। এই সন্দেহ আরও পরিষ্কার হয় একটি ভিডিওতে নিচে ডানপাশে Veo-র V অক্ষরটি থেকে যাওয়ায়। 

এআই ভিডিও বলে স্পষ্ট হওয়া সত্ত্বেও ইনসাইড রিউমারস ভিডিওটির বিষয়ে দেশীয় গণমাধ্যমগুলোতে অনুসন্ধান চালায়। কিন্তু উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ, ভিডিও কিংবা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

যেহেতু ভিডিওতে পুলিশের আইজিপি বাহারুল আলমের উপস্থিতি পরিলক্ষিত হয় তাই ভিডিওটির বিষয়ে অধিকতর অনুসন্ধানে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে বলা হয়, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে।”

“ভিডিওটিতে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে” বলে দাবি করা হয় বাংলাদেশ পুলিশের পাতায়।

Tagged: