সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “এবার গাজীপুর থানার পাশেই যুবককে পাথর মেরে হত্যার ভিডিও ভাইরাল” শীর্ষক দাবিতে সম্প্রতি একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এমন দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ৪০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ১ হাজারের অধিক শেয়ার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবির বিষয়ে ‘কি-ওয়ার্ড সার্চ’ পদ্ধতিতে অনুসন্ধানে দৈনিক ‘আজকের পত্রিকা’র ওয়েবসাইটে “গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ফ্রেমের মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার কাছে প্রকাশ্যে টেনেহিঁচড়ে নিয়ে এক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার ব্যক্তির নাম আনোয়ার হোসেন। মারধরের পর তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, আনোয়ার হোসেনের পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
এছাড়া আরও অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটির পক্ষে কোনো তথ্য কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, গাজীপুর থানার পাশে যুবককে পাথর মেরে হত্যার দাবিটি সঠিক নয়।
উল্লেখ্য, অনুসন্ধানে দেখা যায় ভিডিওর উপর থাকা ‘আজকের কণ্ঠ’ লোগোটি পুরোপুরি বাংলা দৈনিক আজকের পত্রিকার লোগোর ফন্ট কপি করে বানানো। একই পাতায় নিউজ আকারে আরও বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্যের সন্ধান পেয়েছে ইনসাইড রিউমারস।
এসব মিথ্যা তথ্যের মধ্যে রয়েছে পিটার হাস ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতার ছবি সম্বলিত “কক্সবাজারে এনসিপি, নেপথ্যে বোয়িং ২৫% কমিশন” শিরোনামে একটি ফটোকার্ড, যা সঠিক নয়। ইনসাইড রিউমারস আগস্টের পাঁচ তারিখেই “পিটার হাসের সঙ্গে কক্সবাজারে এনসিপি নেতাদের বৈঠকের দাবিটি সঠিক নয়” শিরোনামে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
[আপডেট: উপরে উল্লিখিত দাবিটি মিথ্যা হলেও বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে প্রথম আলো।]