Home / জাতীয় / ‘জয় বাংলা’ বলায় শিশুকে মারধরের দাবিতে পুরনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

‘জয় বাংলা’ বলায় শিশুকে মারধরের দাবিতে পুরনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “জয় বাংলা বলার অপরাধে একটি শিশুর কি অবস্থা করলো দেখুন” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। যেখানে দেখা যায় একটি কিশোরকে অনেকে মিলে মারধর করছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে ইনসাইড রিউমারস। অনুসন্ধানে সাইদুর রহমান সা’দ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

এই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, রাজধানীর খিলক্ষেতে পাচঁ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। 

উক্ত পোস্টের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে “ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার কিশোরকে ঢাকা মেডিকেলে ভর্তি” শিরোনামে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর খিলক্ষেতে ছয় বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির এ ঘটনাটি ঘটে। 

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ সেই কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর বললেও পরিবার দাবি করে তার বয়স ১১ বছর।

আরও অনুসন্ধানে ‘একুশে টিভির’ ইউটিউব চ্যানেলে “খিলক্ষেত ধ/র্ষ/নে/র অভিযোগে তরুণকে পি/টিয়ে আ/হ/ত: পুলিশ গাড়িতে হা/ম/লা। ETV NEWS । Ekushey TV” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

সুতরাং সার্বিক দিক বিশ্লেষণে বলা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি অর্থাৎ ‘জয় বাংলা’ বলার অপরাধে শিশুকে মারধরের ঘটনাটি মিথ্যা।

Tagged: