সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে বিপুল পরিমাণ থানা লুটের অস্ত্র ও দেশিও অস্ত্র পাওয়ার দাবী পুলিশের। অভিযান চলছে..” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ২০২৪ সালের ১৬ জুলাই ‘BNP Media Cell” এর ফেসবুক পাতায় একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
বিএনপি মিডিয়া সেলের ভিডিওর ক্যাপশনে থাকা বর্ণনা থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সদস্যরা যৌথভাবে হামলা চালায়।
পরবর্তীতে একই সময়ে উক্ত ঘটনার একাধিক ফেসবুক পোস্টেও একই বিষয়ের উল্লেখ পাওয়া যায়। এমন কিছু ফেসবুক পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল ‘Daily Note24’ এর ফেসবুক পেজেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণে বিষয়টি স্পষ্ট যে, ২০২৪ সালের জুলাইয়ের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে পুলিশের অভিযানের দাবিতে প্রচার করা হচ্ছে।