সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি, “চাচা সেনাবাহিনী কোথায়, আর এরা কারা?” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়।
পরবর্তীতে পোস্টদাতা ভিডিওটি তার ফেসবুক পাতা থেকে সরিয়ে নিলেও একই দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত আরও পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমেই রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ইনসাইড রিউমারস। অনুসন্ধানে “বাংলাদেশপ্রতিদিনটিভি” নামে ইউটিউব চ্যানেলের ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির থাম্বনেলে থাকা ক্যাপশনে বলা হয়, “দেশ আমাদের, ভূখণ্ড (বান্দরবান) আমাদের কিন্তু এরা কারা? সেনাবাহিনী নিউমার্কেটে কি করে?”
চলমান অনুসন্ধানে ফেসবুকে Basilan Biaf নামের একটি ব্যক্তিগত আইডি থেকে একই ঘটনার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। বিআফের প্রোফাইল পর্যালোচনা করে তার স্কুল এবং কলেজ দেখা যায় ফিলিপাইনে। তার আইডিতে এমন আরো কিছু সশস্ত্র ব্যক্তিবর্গের ভিডিও রয়েছে।
উল্লেখ্য, Basilan ফিলিপাইনের একটি দ্বীপ ও প্রদেশের নাম। Basilan BIAF ফিলিপাইনের বাসিলান দ্বীপের বংসামোরো ইসলামিক সশস্ত্র বাহিনীর নাম।
ভিডিওটি পোস্ট করা হয়েছে চলতি বছরের ৩১ জুলাই। ক্যাপশনে ফিলিপিনো ভাষায় লেখা “Paligiran mo sarili mo ng mga taong may respeto lang sayo Wag mo hayaang makalapit Yung mga humahamak lng sa pagkatao mo,” যার বাংলা করলে দাঁড়ায়, “নিজেকে শুধু সেই মানুষদের দিয়ে ঘিরে রাখো, যারা তোমাকে সম্মান করে। যারা শুধু তোমার ব্যক্তিত্বকে অবমূল্যায়ন করে, তাদের কাছাকাছি আসতে দিও না।”
ভিডিওটির ব্যক্তিদের পোশাকে যে ব্যাজ আছে সেটি পর্যালোচনা করে দেখা যায়, ফিলিপাইনের মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট নামের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই ধরণের ব্যাজ ব্যবহার করেন। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ফিলিপাইনের মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়।
সুতরাং বান্দরবানে অচেনা অস্ত্রধারীদের দেখা মিলেছে দাবি করে প্রচারিত ভিডিওগুলো আদতে বাংলাদেশের ভিডিও নয়, বরং ফিলিপাইনে ধারন করা একটি পুরনো ভিডিও।