Home / জাতীয় / রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর উত্তেজনা দাবিতে পুরনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর উত্তেজনা দাবিতে পুরনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ব্রেকিং নিউজ এই মুহূর্তে রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর চরম উত্তেজনা” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে কী-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে ইনসাইড রিউমারস। অনুসন্ধানে “Awaz News”নামক একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওতে থাকা বর্ণনা অনুযায়ী ভিডিওটি চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর ৩ দফা দাবি নিয়ে আন্দোলনের।

আরও অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম “Global Tv Bangladesh” এর ফেসবুক পেজে একই ঘটনার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, ভিডিওটি বরখাস্ত সেনা সদস্যদের সাথে সেনাবাহিনীর সদস্যদের ধস্তাধস্তির দৃশ্য। 

পরবর্তীতে, এর সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে দেশীয় গণমাধ্যম ‘দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের বাংলা সংস্করণে “বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে অবস্থান জানাল বাংলাদেশ সেনাবাহিনী” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে আইএসপিআর এর বরাতে বলা হয়েছে যে, ১৮ মে জাতীয় প্রেসক্লাবে বরখাস্ত সেনাসদস্যরা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও গণমাধ্যমে বক্তব্য দেন। দুই দফা বৈঠকের পর ফেরার পথে কয়েকজন উচ্ছৃঙ্খল সদস্য সেনা প্রতিনিধিদলের গাড়ি আটকে ইটপাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য স্লোগান দেন। 

পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে।

অর্থাৎ সার্বিক দিক বিশ্লেষণে এটি স্পষ্ট যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর উত্তেজনার নয়।

Tagged: