Home / জাতীয় / সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন বলে ভুয়া দাবি প্রচার

সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন বলে ভুয়া দাবি প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও  ইউটিউবে সম্প্রতি সাংবাদিক মাসুদ কামালকে জড়িয়ে একটি মিথ্যা দাবি প্রচার করা হচ্ছে।

দাবিতে বলা হচ্ছে, “আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি হয়তো গ্রেফতার হতে পারি, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব, এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না, আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের  পক্ষ নিয়ে কথা বলবেন, এই বাংলাদেশ আমার আপনার সবার, অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি।” 

এই সংক্রান্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ২৭ সেকেন্ডের ভিডিও পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে, এখানে (আর্কাইভ), এখানে এবং এখানে।  

একই দাবিতে ২৭ সেকেন্ডের কথাগুলোসহ “ড. ইউনূস আমাকে গ্রেফতারের হুমকি দিয়েছে : মাসুদ কামাল” শিরোনামে ‘Political Teer 3M’ নামে একটি ইউটিউব চ্যানেলে ৬ মিনিট ৪২ সেকেন্ডের একটি সম্পাদিত ভিডিও (আর্কাইভ) প্রচার করা হয়েছে৷ ওই ভিডিওতে মাসুদ কামালকে গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশসহ আরো কিছু বিষয়ে কথা বলতে দেখা যায়।

ইউটিউবের ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা হয়েছে ১ লাখ ৪২ হাজার বার। হাজারের উপর রিঅ্যাকশন আর শত শত শেয়ার হয়েছে ফেসবুক পোস্টগুলো। 

পাশাপাশি ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘KOTHA’-তে গত ৮ আগস্টে “গ্রেপ্তার কিংবা দেশ ছাড়ার কথা আসছে কেন?” শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। 

ভিডিওটিতে আলোচিত দাবির বিষয়ে মাসুদ কামাল বলেন, তিনি একটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সম্প্রতি প্রফেসর ড. নাজমুল হাসান কলিমুল্লাহর গ্রেপ্তারের প্রসঙ্গে জৈষ্ঠ্য সাংবাদিক ও কলাম লেখক আনিস আলমগীরের সাথে একটি আলোচনায় কথা প্রসঙ্গে কলিমুল্লাহর গ্রেফতারের বিষয়ে আলোচনা হয়। 

তিনি বলেন, কলিমুল্লাহর গ্রেপ্তারের ঘটনাটি দুর্নীতি মামলার ভিত্তিতে হলেও, অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক কারণে করা হয়েছে। এরই প্রেক্ষিতে মাসুদ কামালও গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কা ছড়িয়েছে। একই ভিডিওতে মাসুদ কামাল স্পষ্ট করে বলেন, তিনি চিন্তিত নন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার গ্রেপ্তারের আশঙ্কা নেই। এছাড়া, দেশ ছাড়ার কোনো পরিকল্পনাও তার নেই।

ভিডিওটির ৪ মিনিট ১৩ সেকেন্ড থেকে ৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত মোট ২৭ সেকেন্ড মাসুদ কামাল তাকে নিয়ে একটি মিথ্যা ফেসবুক পোস্ট পড়েস শোনান। পোস্টটিতে লেখা ছিল, “আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি হয়তো গ্রেফতার হতে পারি, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব, এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না, আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন, এই বাংলাদেশ আমার আপনার সবার,অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি।”

ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ২৭ সেকেন্ডের এই অংশটুকু সামাজিকমাধ্যমে  ছড়িয়ে দেওয়া হয় বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। ‘কথা’ চ্যানেলে মাসুদ কামালের ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড ছিল একটি বুকশেলফ। কিন্তু আলোচিত ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যায় একটি স্টুডিও৷ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করায় ভিডিওতে মাসুদ কামাল কথা বলার সময় নড়াচড়া করলে ওভারল্যাপ হতে দেখা যায়৷ 

এছাড়া মূল ভিডিওটিতে আলোচিত লেখা পড়ার পর ভিডিওর ৪ মিনিট ৪১ সেকেন্ড থেকে ৫ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত মাসুদ কামাল বলেন, “এই যে কথাগুলি লেখা হয়েছে না, কথাগুলি ঠিকই আছে কিন্তু। কথাগুলি ঠিকই আছে। আমি যদি কখনো স্ট্যাটাস দেই অথবা পোস্ট করি হয়তো এরকমই হবে। কিন্তু আমার কথাটা হলো এটা তো আমি লিখিনি। এই যে আমার নামে যে সবার ছবি দিয়ে আমার নামে লেখা, বলা হয়েছে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি যদি এ কথাটা করে বলে থাকি তাহলে তো আমি আমার ফেসবুকে দিব। আরেকজন লোক কেন লিখবে? সেটা আমি, এটা কিভাবে হয়। তো এটা আমি করিনি ভাই। যিনি এই কাজটা করেছেন তার প্রতি আমার অনুরোধ। হয়তো উনি আমাকে ভালোবাসেন হয়তো উনি আমাকে নিরাপদে দেখতে চান এজন্য করেছেন। কিন্তু আমি যেটা বলিনি সেটা আমার মুখ দিয়ে আপনারা চালাবেন না প্লিজ।”

এমনকি, আলোচিত দাবিটি ভুয়া বলে নিজের ফেসবুক একাউন্টে ১১ আগস্ট এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন সাংবাদিক মাসুদ কামাল৷ 

সুতরাং, সার্বিক অনুসন্ধান থেকে বিষয়টি স্পষ্ট যে, মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা জানিয়েছেন শীর্ষক দাবিটি ভুয়া এবং মূল ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে খন্ডিত বক্তব্য প্রচার করা হয়েছে।

Tagged: