সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার রনির ছবি যুক্ত করে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। “বরিশাল মেডিকেলের টেন্ডার দখল কে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লাঠিচার্জ” শিরোনামে দেশীয় গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে৷
বিভিন্ন একাউন্ট থেকে পোস্ট করে ওই ফটোকার্ডের ক্যাপশনে দাবি করা হয়,“ডিজিটাল কমিউনিটি ক্লিনিক প্রকল্পে ২০০ কোটি টাকার একটি কাজের জন্য তদবির করেছিল রেল রনি। সে পছন্দের প্রতিষ্ঠানকে কাজটি নিয়ে দিতে পারলে ১০% কমিশন পেত। কাজটি পিনাকি এবং স্বাস্থ্য উপদেষ্টার যৌথ পছন্দের একটি প্রতিষ্ঠান ভাগিয়ে নিয়ে যায়। এতেই ক্ষিপ্ত হয়ে রেল রনি (চা ওয়ালা রনি) রাস্তায় নেমে আসে। আপাতত এ হলো ভেতরের খবর। জুলাইয়ের স্পিরিট এখন টেন্ডার বানিজ্যে।”
ফেসবুকে প্রচারিত এই সংক্রান্ত কিছু পোস্ট আছে এখানে, এখানে, এখানে, এবং এখানে৷ এই সংক্রান্তে একটি পোস্ট প্রায় ৫ হাজার রিয়েক্ট পড়েছে ও ১৯০ বার শেয়ার হয়েছে৷
অনুসন্ধানে চ্যানেল২৪-এর পাতায় “বরিশাল মেডিকেলের টেন্ডার দখল কে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লাঠিচার্জ” শিরোনাম সংক্রান্ত কোনো ফটোকার্ডের সন্ধান পায়নি ইনসাইড রিউমারস।
একই সঙ্গে আলোচিত দাবির স্বপক্ষেও কোনো প্রমাণ মেলেনি৷ বরং, চ্যানেল২৪ এর লোগো ও ডিজাইন হুবহু নকল করে যে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া গিয়েছে।
প্রথমে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১১ আগস্ট, ২০২৫ উল্লেখ রয়েছে। আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে ১১ আগস্টে চ্যানেল২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এমনকি আলোচিত দাবির বিষয়ে ওই গণমাধ্যমের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে কোনো সংবাদও খুঁজে পায়নি ইনসাইড রিউমারস।
১১ আগস্ট চ্যানেল২৪ এর ফেসবুক পেজে “বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীদের দুই গ্রুপের সংঘর্ষ” শিরোনামে একটি ফটোকার্ডের সন্ধান পায় ইনসাইড রিউমারস। উক্ত সংবাদটি পর্যালোচনা করে জানা যায়, বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ১০ আগস্ট (রোববার) রাতে সংঘটিত এ ঘটনায় মহিউদ্দিন রনিসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
অর্থাৎ, আলোচিত দাবিতে যে ফটোকার্ড প্রচার করা হয়েছে তা ভুয়া বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস৷ একই সঙ্গে ফটোকার্ডে থাকা ছবির বিষয়েও অনুসন্ধান চালানো হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গত ১০ আগস্ট দেশীয় অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ এ ওই ছবি সম্বলিত একটি সংবাদ প্রচারিত হয়৷ সংবাদে থাকা ওই ছবির ক্যাপশনে লেখা ছিল,“বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যখাত সংস্কারসহ তিন দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি চলাকালে ছাত্র-জনতার সঙ্গে সেনা সদস্যদের ধস্তাধস্তি।”
একই সঙ্গে ফেসবুকে প্রচারিত ওই ফটোকার্ডের ক্যাপশনে থাকা “ডিজিটাল কমিউনিটি ক্লিনিক প্রকল্পে ২০০ কোটি টাকার একটি কাজের জন্য তদবির করেছিল রেল রনি। সে পছন্দের প্রতিষ্ঠানকে কাজটি নিয়ে দিতে পারলে ১০% কমিশন পেত। কাজটি পিনাকি এবং স্বাস্থ্য উপদেষ্টার যৌথ পছন্দের একটি প্রতিষ্ঠান ভাগিয়ে নিয়ে যায়। এতেই ক্ষিপ্ত হয়ে রেল রনি (চা ওয়ালা রনি) রাস্তায় নেমে আসে।….” শীর্ষক দাবির ক্ষেত্রেও অনুসন্ধান করেছে ইনসাইড রিউমারস।
অনুসন্ধানে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত কোনো সংবাদের সন্ধান পায়নি ইনসাইড রিউমারস। গত ১১ আগস্ট ঢাকা ট্রিবিউন, দেশ রূপান্তর, ইউএনবি সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি৷ বরং সংবাদে বলা হয়েছে, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার অবনতি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ১৫ দিন ধরে আন্দোলনরত ছাত্র-জনতা ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এছাড়া, ১১ আগস্ট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও ১২ আগস্ট চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত সংবাদ প্রচার করা হয়৷ তবে সেখানেও আলোচিত দাবির স্বপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি৷
সুতরাং, সার্বিক অনুসন্ধানে ইনসাইড রিউমারস নিশ্চিত হয়েছে যে, আলোচিত দাবি ও টেন্ডার দখল নিয়ে মহিউদ্দিন রনিকে জড়িয়ে চ্যানেল২৪ এর নামে তৈরি করা ফটোকার্ডটি ভুয়া৷