Home / জাতীয় / ‘ব্যারিকেড দিয়ে বঙ্গবন্ধু সৈনিকদের থামানো যাবে না’ দাবিতে পুরনো ভিডিও প্রচার

‘ব্যারিকেড দিয়ে বঙ্গবন্ধু সৈনিকদের থামানো যাবে না’ দাবিতে পুরনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “পুলিশের ব্যারিকেড দিয়ে বঙ্গবন্ধু সৈনিকদের থামানো যাবে না” দাবিতে ৪২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে৷ 

ভিডিওতে দেখা যায়, পুলিশের ব্যারিকেড ভেঙে একদল শিক্ষার্থী এগিয়ে চলছে৷ এসময় পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়৷ মূলত, এই ঘটনাকে ১৫ আগস্ট উদযাপনে পুলিশের ব্যারিকেডের তোয়াক্কা না করে একদল শিক্ষার্থীর সাহসিকতাকে ইঙ্গিত করা হয়েছে৷ 

এই সংক্রান্ত ফেসবুক পোস্ট রয়েছে এখানে, এখানে, এবং এখানে। ভিডিও তিনটি দেড়শোর অধিকবার শেয়ার করা হয়েছে।

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার  একটি পুরনো ভিডিও। গত ২২ জুলাই ২০২৫ এ শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস৷ 

ভিডিও’র কি-ফ্রেম সার্চ করে দেখা যায়, গত ২২ জুলাই ২০২৫ এ নিজেদের ইউটিউব চ্যানেলে ৪২ সেকেন্ডের একটি শর্টস প্রচার করে দেশীয় গণমাধ্যম দৈনিক সমকাল৷ ভিডিও’র ক্যাপশনে বলা হয়,“ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি।” 

ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিও’র হবহু মিল পাওয়া যায়৷ এমনকি আলোচিত ভিডিওতে ‘সমকাল’ লেখা একটি লোগোও ইনসাইড রিউমারসের নজরে এসেছে৷ সমকালের ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিও ডাউনলোড করে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। কারণ, মূল ভিডিও’র সঙ্গে ফেসবুকে ব্যক্তিগত একাউন্ট থেকে পোস্ট করা ভিডিও’র রেজ্যুলেশনের বিস্তর পার্থক্য দেখা যায়৷ 

একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকেও আলোচিত দাবির স্বপক্ষে কোনো প্রমাণ পায়নি ইনসাইড রিউমারস।  

সুতরাং, সার্বিক অনুসন্ধানে স্পষ্ট হওয়া যায় যে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওটি একটি ভিন্ন ঘটনার পুরনো ভিডিও। গত ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। 

Tagged: