Home / জাতীয় / ১৫ আগস্ট উদযাপনে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

১৫ আগস্ট উদযাপনে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “এই মুহূর্তে, জাতীয় শোক দিবস উপলক্ষে, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে ছাত্রলীগের মিছিল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করে হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ২০ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ৩০০ এর অধিক বার।

দাবির বিষয়ে অনুসন্ধান 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিও পর্যবেক্ষণে ভিডিওর ওপরে ডান দিকে জাতীয় দৈনিক ‘কালবেলা’ পত্রিকার লোগো দেখতে পাওয়া যায়।

এর সূত্র ধরে রিভার্স-ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত বছরের ১৩ ডিসেম্বর কালবেলা’র ইউটিউব চ্যানেলে “জয় বাংলা স্লোগান দিয়ে শুক্রবার ভোরে আ.লীগ কর্মীদের ঝটিকা মিছিল। Awami League Rally।….” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওতে দেখানো দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত ভিডিওর সূত্র ধরে বাংলাদেশ জার্নাল এর ওয়েবসাইটে “জয় বাংলা স্লোগানে আওয়ামীলীগের ঝটিকা মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় এ বিক্ষোভ মিছিল করে দলটি।

আরও অনুসন্ধানে কালবেলা’র ভেরিফাইড ফেসবুক পেজেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

সার্বিক পর্যবেক্ষণ বিশ্লেষণে, এটি স্পষ্ট যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। সুতরাং আলোচিত দাবিটি সঠিক নয়।

Tagged: