Home / জাতীয় / ১৫ আগস্ট উদযাপনে শেখ মুজিবের সমাধিতে মানুষের শ্রদ্ধা নিবেদন দাবিতে পুরনো ছবি প্রচার

১৫ আগস্ট উদযাপনে শেখ মুজিবের সমাধিতে মানুষের শ্রদ্ধা নিবেদন দাবিতে পুরনো ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শত শত মানুষের শ্রদ্ধা নিবেদন দাবিতে দুইটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে৷ 

দাবিতে বলা হয়েছে,“বিএনপি ৩২ নিয়া ঘুম হারাম, ঐদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শত শত জনগণ শ্রদ্ধা নিবেদনে ফুল রাখার জায়গা নাই।” 

এই সংক্রান্ত ফেসবুক পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে। এর মধ্যে একটি পোস্টে সাড়ে তিন হাজারের বেশি রিয়েক্ট পড়েছে এবং ২৫৬ বার শেয়ার হয়েছে৷ 

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি দুইটি সাম্প্রতিক সময়ের বলে প্রচার করা হলেও ছবি দুটি ২০১৯ এবং ২০২৩ সালের। পুরনো ছবি ব্যবহার করে ফেসবুকে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। 

রিভার্স ইমেজ পদ্ধতিতে প্রচারিত ছবি দুটির বিষয়ে অনুসন্ধানে দ্য ডেইলি স্টারের বাংলা সংস্করণের ওয়েবসাইটে ২০১৯ সালের ১৫ আগস্ট প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে আলোচিত ছবি দুটির মধ্যে থাকা একটি ছবির সন্ধান পেয়েছে ইনসাইড রিউমারস। ছবির ক্যাপশনে লেখা আছে,“জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতির ফুলেল শ্রদ্ধা। ছবি: প্রবীর দাশ।” 

ওই প্রতিবেদন থেকে জানা যায়, শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেদিন রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত তার প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ছবিটি সে সময়ে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে তোলা হয়েছে।

আরেকটি ছবি নিয়ে অনুসন্ধানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে আলোচিত ছবির সন্ধান পেয়েছে ইনসাইড রিউমারস। “টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল” শিরোনামে ওই সংবাদে বলা হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও টুঙ্গিপাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে।

অর্থাৎ, ছবিটি সে সময়ে টুঙ্গিপাড়ায় তোলা হয়েছে। 

সুতরাং, সার্বিক অনুসন্ধানে সাম্প্রতিক দাবিতে প্রচার হওয়া ছবি দুটির একটি ২০১৯ সালে রাজধানীর ধানমন্ডি থেকে তোলা এবং অন্যটি ২০২৩ সালে টুঙ্গিপাড়া তোলা হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। 

Tagged: