Home / জাতীয় / ১৫ আগস্ট শেখ মুজিবের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়েছে দাবিতে পুরনো ছবি প্রচার

১৫ আগস্ট শেখ মুজিবের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়েছে দাবিতে পুরনো ছবি প্রচার

১৫ই আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ভারতের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় শোক দিবসে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে” দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারস এর অনুসন্ধান 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। পর্যবেক্ষণে আলোচিত দাবিটির বিষয়ে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ওয়েবসাইটে ২০২০ সালের ১৮ই মার্চ “বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত ছবির পারিপার্শ্বিক দিক সহ আনুষঙ্গিক সকল বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার ও সদস্যদের নিয়ে শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে তাঁকে স্মরণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পরবর্তীতে আলোচিত দাবিতে থাকা ছবিটির বিষয়ে আধিকতর অনুসন্ধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেরিফায়েড ফেসবুক পাতায় ২০২০ সালের ১৭ই মার্চ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল খুঁজে পায় ইনসাইড রিউমারস। 

সার্বিক পর্যবেক্ষণ এটি স্পষ্ট যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

Tagged: