সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধানমন্ডি ৩২ নিয়ে করা মন্তব্যকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মন্তব্য দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
এই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। পর্যবেক্ষণে এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের লোগো দেখতে পাওয়া যায়। উক্ত লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজ এর ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো তথ্য, সংবাদ কিংবা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যমেও উক্ত মন্তব্য সম্বলিত কোনো সংবাদ কিংবা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে ডিবিসি নিউজ এর ফেসবুক পেজে নজরুল ইসলাম খানের “বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসনের গোরস্তানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া, আর ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন।” মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের লেখা ব্যতিত বাকি সকল বিষয়ের মিল রয়েছে।
তাছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে ডিবিসি নিউজের ফটোকার্ডে দেওয়া ফন্টের ভিন্নতা পরিলক্ষিত হয়। পার্থক্য পরিলক্ষিত হয় প্রচারিত ফটো কার্ডের রঙের মধ্যেও।
পরবর্তীতে আরও অনুসন্ধানে দেশীয় গণমাধ্যম প্রথম আলো’র ওয়েবসাইটে “ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন: নজরুল ইসলাম খান” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জান যায়, “বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসনের গোরস্তানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া, আর ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন” বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণ এটি স্পষ্ট যে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মন্তব্য দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের লোগো সম্বলিত ফটোকার্ডটি ভুয়া।