Home / আন্তর্জাতিক / ভারতে মুসলমান নির্যাতন দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

ভারতে মুসলমান নির্যাতন দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “ছড়িয়ে দিন বিশ্ব মুসলিম দেখুক!! ভার*তের অগ্রবাদীরা আগু*নের লারা দিয়ে মুসলিমদেরকে নির্যাত*নের ভয়ানক দৃশ্য,, আল্লাহ সবাইকে হেফাজত করুক” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিও পর্যবেক্ষণে ভিডিওর কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে দক্ষিণ আফ্রিকা থেকে পরিচালিত “Prime Time News za” নামক গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া গেলেও আলোচ্য ভিডিওতে যুক্ত অডিওর সাথে কোনো প্রকার মিল খুঁজে পাওয়া যায়নি।

ভিডিওতে যুক্ত ক্যাপশনে বলা হয়, ভাইরাল হওয়া দৃশ্যে এক ব্যক্তি আরেকজনের গায়ে গলিত প্লাস্টিক ঢালছেন। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, শুয়ে থাকা লোকটি আগে থেকেই ঝামেলাবাজ হিসেবে পরিচিত।

পরবর্তীতে “#PutSouthAfricansfirst” নামক এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথেও আলোচিত ভিডিওটির মিল পরিলক্ষিত হয়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, এই বিদেশি নাগরিক ভুল মানুষের কাছ থেকে টাকা চুরি করেছে, আর এখন তারা চাইছে সে নিজ দেশে ফেরার আগে সেই টাকা ফিরিয়ে দিক (অনুদিত)।

দাবিটির বিষয়ে আরও অনুসন্ধানে ২০২৪ সালের ৬ জুন “Ishimwe Heritier” নামক একটি এক্স একাউন্টেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওতে থাকা ক্যাপশনে দাবি করা হয়, “কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির সরকার ও সেনাবাহিনীতে যুক্ত গণহত্যাকারী শক্তির হাতে নৃশংস অপরাধের শিকার হচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি কঙ্গোর কিভু এলাকার এক বাসিন্দাকে প্রকাশ্যে নির্যাতন করে ভিডিও করা হয়েছে, যা শিশুদের মতো নিরীহ মানুষদের গভীরভাবে প্রভাবিত করছে। এসব বর্বরতা দিনে-দুপুরে ক্যামেরার সামনে ঘটতে থাকা দেশটিতে গুরুতর জাতীয় সঙ্কটের ইঙ্গিত দেয় (অনুদিত)।”

সার্বিক পর্যবেক্ষণে বিষয়টি স্পষ্ট যে, ভিডিওটি ভারতে মুসলমান নির্যাতনের নয়। বরং কঙ্গোতে ধারণকৃত একটি ভিডিওতে ভিন্ন অডিও যুক্ত করে ভারতে মুসলমান নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। 

 

Tagged: