Home / রাজনীতি / এনসিপিতে মেধার ঘাটতি নেই, ঘাটতি অভিজ্ঞতার

এনসিপিতে মেধার ঘাটতি নেই, ঘাটতি অভিজ্ঞতার

বাংলাদেশের তরুণদের দল এনসিপি৷ এমন একদল তরুণ যারা মৃত্যুভয়কে তোয়াক্কা না করে রাজপথে নেমেছিলেন ক্রমশ স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক নেতা হিসেবে পরিচিতি পাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে৷ তার টানা ১৫ বছরের শাসনামলে দেশের অবকাঠামাগত কিছু উন্নতি হলেও তা ঢেকে গেছে সীমাহীন দুর্নীতি, গুম, খুন আর ভোট চুরির আড়ালে৷

বাংলাদেশের প্রথাগত রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে থামাতে পারেনি৷ বরং নানাভাবে তার সঙ্গে সমঝোতা করে মানিয়ে চলতে দেখা গেছে অনেককে৷ যারা সেপথে যাননি তাদের কারো কারো জীবন গেছে, কেউ কেউ বছরের পর বছর জেলে পচেছেন৷

এমন বাস্তবতার মাঝেই একদল তরুণের নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধে গণ-অভ্যুত্থান, যাকে অনেকেই বিপ্লবও মনে করেন, ঘটেছে৷ মাত্র ৩৬ দিনের আন্দোলনে প্রাণ গেছে অনেক, কিন্তু শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে হয়েছে৷

গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশ থেকে আওয়ামী লীগ কার্যত হারিয়ে গেছে৷ যেটুকু তাদের কথা শোনা যায়, তাও নানা টকশোতে, আদালতে আর কিছু রাজনীতিবিদের মুখে৷

তবে গত একবছরে বাংলাদেশে রাজনীতি বেশ গতি পেয়েছে৷ শেখ হাসিনাকে হটানো তরুণরা নতুন এক রাজনৈতিক দল গড়েছে৷ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ কেউ তাতে শঙ্কিত হয়েছে, কেউ বা সাধুবাদ জানাচ্ছে৷ তবে তারা যে একটি শক্তি হয়ে উঠেছে তা নিয়ে সন্দেহ নেই কারো মনে৷

তরুণদের এই দলে মেধার কোনো ঘাটতি নেই৷ বিশেষ করে দেশেবিদেশে অবস্থানরত বাংলাদেশি মেধাবী তরুণদের অনেকে সবকিছু ছেড়ে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে৷ তারা দেশের জন্য কাজ করতে চাচ্ছে যেটা অত্যন্ত ইতিবাচক একটি ব্যাপার৷ এই তরুণদের নিঃস্বার্থভাবে রাজনীতিবিদ হয়ে ওঠার চেষ্টা দেশের জন্য খুবই দরকার ছিল৷

তবে, এই তরুণদের মেধার সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটানোও জরুরী মনে করি৷ বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ৷ সামগ্রিক বিবেচনায় এই দেশের রাজনীতিতো জটিল বটেই, রাষ্ট্র পরিচালনা আরো অনেক জটিল ব্যাপার৷ এই তরুণরা সেই জটিলতা একদিন উতরাতে পারবেন আশা করা যায়, তবে তাদের অবশ্যই বিজ্ঞজনদের সঙ্গে রাখতে হবে৷

বাংলাদেশে বিভিন্ন খাতে সফল মানুষদের মধ্যে যারা রাজনীতিতে আগ্রহী, এই তরুণদের নীতি এবং আদর্শের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকেও দ্রুত এনসিপিতে যুক্ত করতে হবে৷ তখন তারুণ্য আর অভিজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে এনসিপি৷ দলটির সেটা দ্রুত অনুধাবন করা উচিত৷

Tagged: