সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা একজন সেনাপ্রধান কিভাবে একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেয়। সে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে তার পিছনে লিখা ধানের শীষ মার্কায় ভোট দিতে” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ) ।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। পর্যবেক্ষণে একটি ভিডিওতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে বলতে শুনা যায়, “উপস্থিত সুধি, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা…..”
সেনাপ্রধানের উক্ত বক্তব্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ১৬ আগস্ট দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের ইউটিউব চ্যানেলে “জন্মাষ্টমির অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। Janmashtami 2025। The Business Standard” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে থাকা জেনারেল ওয়াকার-উজ-জামানের পোষাকসহ আনুষ্ঠানিক অনেক বিষয়ের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও প্রতিবেদনের দৃশ্যপট পর্যবেক্ষণে দেখা যায়, জেনারেল ওয়াকার-উজ-জামানের অংশগ্রহণ করা জন্মাষ্টমীর অনুষ্ঠানের পাশেই একটি বিএনপির ব্যানার টানানো রয়েছে। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং ছবি ক্যামেরা দিয়ে এমনভাবে ধারণ করা হয়েছে যেন মনে হচ্ছে সেনাপ্রধানের ঠিক পিছনেই বিএনপির সেই ব্যানারটি রয়েছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
পরবর্তীতে আরও অনুসন্ধানে দৈনিক প্রথম আলো’র ইউটিউব চ্যানেলে গত ১৬ আগস্ট “জন্মাষ্টমীর অনুষ্ঠানে থেকে কথা বলছেন সেনাপ্রধান। সরাসরি” শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত লাইভ ভিডিওতে তাকে বলতে শুনা যায়, “এই দেশ সবার, এখানে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।
এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে তিনি বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।”
পুরো বক্তব্যের কোথাও তাকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলতে শুনা যায়নি। অর্থাৎ তিনি বিএনপির কোনো সমাবেশে নয় গত ১৬ আগষ্ট জন্মাষ্টমীর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন।
এছাড়া, প্রথম আলোতে প্রচারিত লাইভ ভিডিওটিতে যখন জেনারেল ওয়াকার-উজ- জামান জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তখন তার পাশে অন্য একটি ব্যানারের কিছু অংশ পরিলক্ষিত হয়। ব্যানারের এই অংশটি পর্যালোচনা করে দেখা যায়, এটি আলোচিত দাবিতে প্রচারিত বিএনপির ব্যানারেরই অংশ।
অর্থাৎ সার্বিক দিন পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোনো রাজনৈতিক সভা কিংবা বিএনপির কোনো সমাবেশে বক্তব্য দেয়নি। ফেসবুকে প্রচারিত আলোচিত দাবিটি মিথ্যা শনাক্ত করেছে ইনসাইড রিউমারস।