Home / জাতীয় / আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের মিথ্যা দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের মিথ্যা দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ক্ষোভে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পৈতৃক বাড়ি ভা’ঙচুর ও অগ্নি’সংযোগ” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর বিষয়ে একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ৬ ফেব্রুয়ারি ‘জাগো নিউজ’ এর ইউটিউব চ্যানেলে “কুমিল্লার বাহারের বাড়ি ভা’ঙ’চুর অ’গ্নি’সংযোগ | Cumilla | Bahauddin Bahar || Jago News” শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদনের একটি অংশ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে হুবহু মিল পরিলক্ষিত হয়। 

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, “কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভা’ঙ’চু’র ও অ’গ্নি’সংযোগ করেছে ছাত্র-জনতা।”

দাবিটির বিষয়ে অধিকতর অনুসন্ধানে ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের বাংলা সংস্করণে গত ৬ ফেব্রুয়ারি “কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনেও আলোচিত ভিডিওর ঘটনাটি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের ঘটনা বলেই উল্লেখ পাওয়া যায়।

এছাড়া একই দিনে প্রথম আলো’র ওয়েবসাইটে “কুমিল্লায় বাহাউদ্দিনের বাড়িতে ভাঙচুর, আগুন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়। 

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আইন উপদেষ্টা আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো ঘটনার নয়। 

বরং ছাত্র-জনতা কর্তৃক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকেই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

Tagged: