Home / জাতীয় / এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার দাবিতে মাহাথির মোহাম্মদের নামে ভূয়া মন্তব্য প্রচার

এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার দাবিতে মাহাথির মোহাম্মদের নামে ভূয়া মন্তব্য প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “এই মুহুর্তে বাংলাদেশের শেখ হাসিনা কে দরকার বল্লেন মালয়েশিয়ার কিংবদন্তী মাহাথির মোহাম্মদ এক্সক্লুসিভ সাক্ষৎকার” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

প্রচারিত ভিডিওতে দাবি করা হয়, “বাঙালিরা স্বীকার না করলেও মাহাথির মোহাম্মদ সহ বিশ্ববাসী জানে– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনা কত বড় মাপের নেতা। এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মালায়েশিয়ার কিংবদন্তি নেতা ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রয়োজন।”

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

প্রচারিত দাবিটি নিয়ে অনুসন্ধানের শুরুতেই ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গ্লোবাল জাস্টিসের ডিরেক্টর কাজী মামুন এর ফেসবুক পেইজে গত ১৫ আগস্ট একটি পোস্ট খুঁজে পায় ইনসাইড রিউমারস। ঐ পোস্টে তিনি মাহাথির মোহাম্মদের সাথে আলোচনা বিষয়ে উল্লেখ করেন এবং পোস্টে ঐ আলোচনার একটি ইউটিউব লিঙ্ক খুঁজে পাওয়া যায়।

উক্ত লিঙ্কের সূত্র ধরে অনুসন্ধানে “Legacy, Leadership, and the Future of the Global South” শিরোনামে গত ৪ আগস্টের রেকর্ড করা নেওয়া সাক্ষাৎকারের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল পরিলক্ষিত হয়। অর্থাৎ এই ভিডিওর একটি অংশই আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ব্যবহার করা হয়েছে।

“The CrossExam” শো-র নামে ১৭ মিনিট ৫১ সেকেন্ডের প্রচারিত এই ভিডিওর ৫ মিনিট ৫৭ সেকেন্ডে মাহাথির মোহাম্মদ বলেন, “শেখ মুজিবুর রহমান ছিলেন সেই সময়ের নেতা, যখন পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে পৃথক হয়ে ‘বাংলাদেশ’ নামে নতুন দেশ গড়ে তোলেন। এই অবদানের জন্য বাংলাদেশের চির কৃতজ্ঞ থাকা উচিত। পরবর্তীতে থাকে হত্যা করা হয়। এরপর তাঁর কন্যা প্রধানমন্ত্রী হন।”

এ সময় শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, “তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে– তিনি নাকি অনেক দমনমূলক ছিলেন। তবুও তাঁর আমলে বাংলাদেশের অনেক অগ্রগতি করেছে, অর্থনীতিও ভালো চলছিল। শেষ পর্যন্ত তিনি দেশত্যাগ করে ভারতে যেতে বাধ্য হন, কারণ বাংলাদেশে থাকা আর সম্ভব হচ্ছিল না।”

তবে উক্ত সাক্ষাৎকারের কোথাও “এ মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রয়োজন” জাতীয় কোন মন্তব্য মাহাথির মোহাম্মদ করেননি। তিনি যদি এমন মন্তব্য করতেনও তাহলে সেটি নিয়ে দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম অবশ্যই সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হতো। কিন্তু দাবির বিষয়ে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করেও দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

এ নিয়ে কাজী মামুনের ফেসবুক পাতাতেও একই ভিডিও ও তথ্য খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ ভিডিওর কোথাও এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন মাহাথির মোহাম্মদের শততম জন্মবার্ষিকী সামনে রেখে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আইটিভি একটি সাক্ষাৎকার প্রকাশ করেন। গাজা-ইসরায়েল যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে শুরু করে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রসঙ্গও উঠে আসে আলাপচারিতায়। 

সেখান থেকে ২৪ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর “হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশে কই: মাহাথির মোহাম্মদ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। বিষয়টি নিয়ে সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে জড়িয়ে ছড়ানো দাবিটি মিথ্যা। 

Tagged: