সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে শিবিরের নেতা-কর্মীরা হামলা করেছে” দাবিতে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে৷
ভিডিওতে দাবি করা হয়,”এই মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল মিছিল বের করলে, শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হচ্ছে এবং সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এমন পরিস্থিতি যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে…” (বানান অপরিবর্তিত)।
এই সংক্রান্ত ভিডিও পোস্ট রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এর মধ্যে একটি ভিডিও দেখা হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার বার ও শেয়ার হয়েছে ২৩৪ বার৷
তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়৷ এমনকি এর সঙ্গে ছাত্রদল ও শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই৷ বরং, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের ৫ নভেম্বরের পাবনার ঈশ্বরদীর একটি ঘটনার। পুলিশের তথ্যমতে, সেসময় পাবনার ঈশ্বরদী রেলগেটে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে রেল লাইনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওতে থাকা ‘Pabna Post.com’ নামে স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমের লোগো নজরে আসে ইনসাইড রিউমারসের৷ এরপর প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে ওই গণমাধ্যমে গত ৫ নভেম্বর ২০২৩ সালে প্রচারিত ২ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিও’র ক্যাপশনে বলা হয়,”ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ-রেললাইনে আগুন-ভাঙচুর যা বললেন পুলিশ সুপার।” ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও হুবহু মিলে যায়৷ ফলে ভিডিওটি পাবনা পোস্ট থেকে নেওয়া হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস৷
কী-ওয়ার্ড সার্চ করে একই ঘটনায় বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনের সন্ধান পেয়েছে ইনসাইড রিউমারস৷ ২০২৩ সালের ৫ নভেম্বর অনলাইন গণমাধ্যম জাগো নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন পাবনার ঈশ্বরদীতে পাঁচটি ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে ওই প্রতিবেদনে বলা হয়, ”অবরোধের সমর্থনে বিএনপির ২০-২৫ জন যুবক রেলগেটে এসে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে রেললাইনে অগ্নিসংযোগ করে অবরোধের সমর্থনে স্লোগান দেন তারা। এসময় রেলগেটের কাছে একটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।”
একই দিনে দৈনিক প্রথম আলো’র প্রতিবেদন থেকে আরও জানা যায়, “পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এর আঘাতে পুলিশের গাড়ির কাচ ভেঙে গেছে। এ সময় দুটি গুলির আওয়াজও শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় মানুষেরা। তবে পুলিশ গুলির ঘটনা স্বীকার করেনি। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রোববার সন্ধ্যায় উপজেলা সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”
সুতরাং, সার্বিক অনুসন্ধানে জানা যায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি
২০২৩ সালের ৫ নভেম্বরের এবং পাবনার ঈশ্বরদীর একটি ভিন্ন ঘটনা। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো মিছিলে শিবিরের হামলার সপক্ষে কোনো প্রমাণ পায়নি ইনসাইড রিউমারস৷