সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “রা’জধানীতে ত’রু’ণী’কে প্র’কাশ্যে গ’ণ’ধ’র্ষ’ণের পর এ’সি’ড নি’ক্ষেপ! ত’রু’ণীর পি’ঠ এবং শ’রীরের অনেক জায়গায় পু”ড়ে গেছে! এসব খবর ফ্যাসিস্ট ইউনুছের মিডিয়া প্রচার করে না।” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ২০ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং শেয়ার হয়েছে দুইশোর অধিক বার।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ‘Cat World’ নামক একটি ফেসবুক পেজে গত ৮ মার্চ “মামার বাড়ি কবিতার মতো বাস্তব কাহিনি.. ” শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে যুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে থাকা ক্যাপশনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ৭ মার্চ “কিশোরীকে গরম খুন্তির ছেঁকা-নির্যাতন, মামা-মামি গ্রেপ্তার” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে দেখানো কিশোরীর মিল খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, নির্যাতনের শিকার কিশোরী চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের। সেই কিশোরীকে তার মামাবাড়িতে গৃহকর্মীর কাজ করানো হতো এবং ধারালো দা, ছুরি, ব্লেড দিয়ে আঘাত, গরম খুন্তি দিয়ে ছেঁকা, এমনকি পায়ের আঙুল থেঁতলানোসহ ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে পালানোর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং পুলিশ মামলা দায়ের করে মামা-মামিকে গ্রেফতার করে।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে সময় টেলিভিশন এর ইউটিউব চ্যানেলে গত ৭ মার্চ “চাঁদপুরে কিশোরীকে গরম খুন্তির ছ্যাকা | Chadpur Incident | Shomoy Tv” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।
অনুসন্ধানে কোথাও এই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে জাতীয় কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া উক্ত প্রতিবেদনের কোথাও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পরিলক্ষিত হয়নি।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয় বরং মামাবাড়িতে নির্যাতনের শিকার কিশোরীকে ধর্ষণের দাবিতে প্রচার প্রচার করা হচ্ছে; যা মিথ্যা শনাক্ত করেছে ইনসাইড রিউমারস।