Home / জাতীয় / সেনা সদস্যের নামে চাঁদাবাজদের নিয়ে টিকটকে ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি

সেনা সদস্যের নামে চাঁদাবাজদের নিয়ে টিকটকে ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি ইন্টারনেটে বাংলাদেশে চাঁদাবাজি প্রসঙ্গে সেনা সদস্যের সঙ্গে সাংবাদিকের কথোপকথনের দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক সেনা সদস্যকে এক সাংবাদিক প্রশ্ন করছে, “আপনারা থাকতে দেশে এত চাঁদাবাজি হচ্ছে! ব্যাবস্থা নিচ্ছেন না কেন?” প্রশ্নের উত্তরে সেনা সদস্য বলেন, “চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের, আমাদের নয়”।

এই দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত ভিডিওটি আছে এখানে (আর্কাইভ)। একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

টিকটকে ভাইরাল ভিডিওটি প্রায় দুই লক্ষাধিক বার দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার হয়েছে পাঁচশোর অধিক বার। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর বিষয়ে একাধিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধানেও দেশীয় কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে এ নিয়ে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে, ভিডিওটি পূনরায় পর্যবেক্ষণে এতে কিছু অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় যা ভিডিওটি যে আসল নয়; বরং এআই তৈরি ভিডিও, তাঁর ইঙ্গিত দেয়।

প্রথমত, ভিডিওতে থাকা ব্যক্তিদের ঠোঁটের নড়াচড়া ও কথার মধ্যে স্বাভাবিকতা নেই। মুখের ভঙ্গি একরকম স্থির। সেনাসদস্যদের মুখ ও পোশাকে টেক্সচার অস্বাভাবিকভাবে মসৃণ এবং অনেকটা কৃত্রিম লাগে।

মাইক্রোফোনের লোগোতে লেখাও বিকৃত ও ঝাপসা, কখনও হালকা কাঁপতেও দেখা যায়। সেনাসদস্যের হাতে থাকা রাইফেল ও আঙুলের অবস্থানও স্বাভাবিক নয়। 

এছাড়া আলো, ছায়ার মধ্যেও কিছুটা অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। পেছনের দৃশ্যও অস্বাভাবিকভাবে একরকম ঝাপসা বা দুলতে থাকে। পেছনে থাকা গাড়ির নম্বরপ্লেটও স্পষ্ট বোঝা যায় না, অক্ষরগুলো অদ্ভুত বা বিকৃত দেখা যায়।

ভিডিওটির অডিওতেও অসঙ্গতি পাওয়া গিয়েছে। আশপাশের পরিবেশ ভিডিওর ব্যাকগ্রাউন্ড শব্দের সাথে যায় না।

ভিডিওটি এআই তৈরি ভিডিও বলে সন্দেহ হলে এআই ভিডিও শনাক্তকারী টুল ‘Cantilux’ এ পরীক্ষা করলে দেখা যায়, ভিডিওটি এআই ভিডিও হওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ বলে ফলাফল আসে। 

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, চাঁদাবাজদের নিয়ে সেনাসদস্যের কথোপকথনের ভিডিওটি আসল নয়, বরং এআই দিয়ে তৈরি। 

Tagged: