Home / জাতীয় / পুলিশের দুই সদস্য অল্পবয়সী এক মেয়েকে রাস্তায় মারধরের ভিডিওটি ২০১৮ সালের

পুলিশের দুই সদস্য অল্পবয়সী এক মেয়েকে রাস্তায় মারধরের ভিডিওটি ২০১৮ সালের

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “অল্পবয়সী এক অসহায় মেয়েকে পুলিশের দু-সদস‍্য রাস্তায় প্র”কাশ‍্য মা’র’ধ’র! এক পথচারী ছবি তুলতে গেলে তার সাথেও খারাপ আচরণ করে পুলিশ” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর বিষয়ে একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে “অল্পবয়সী এক মেয়েকে পুলিশের দুই সদস্য মারধর করছেন প্রকাশ্য রাস্তায়!” শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে পুলিশের সদস্য কর্তৃক কোনো মেয়ে বা তরুণীকে প্রকাশ্যে মারধরের কোনো তথ্য বা সংবাদ দেশীয় কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০১৮ সালের একটি ঘটনার। পুরনো ভিডিওটিকে সাম্প্রতিক দাবিতে প্রচারে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। 

Tagged: