Home / জাতীয় / পুলিশ কর্মকর্তার ‘একটা দল ক্ষমতায় যাওয়ার আগে যা শুরু করেছে তা আওয়ামী লীগের ১৭ বছরকে হার মানাচ্ছে’ বলা ভিডিওটি এআই নির্মিত

পুলিশ কর্মকর্তার ‘একটা দল ক্ষমতায় যাওয়ার আগে যা শুরু করেছে তা আওয়ামী লীগের ১৭ বছরকে হার মানাচ্ছে’ বলা ভিডিওটি এআই নির্মিত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন পুলিশ কর্মকর্তার মুখে “একটা দল ক্ষমতায় যাওয়ার আগে যা শুরু করেছে তা আওয়ামী লীগের ১৭ বছরকে হার মানাচ্ছে’ দাবিতে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে সেই পুলিশ অফিসারকে বলতে শোনা যায়,”একটা দল ক্ষমতায় যাওয়ার আগে যা শুরু করেছে তা আওয়ামী লীগের ১৭ বছরকে হার মানাচ্ছে৷ ভোট না দিলে তারা নাকি জান নিয়ে ঘরে ফিরতে দিবে না৷ এদের জাহেল বললেও কম হবে।” 

এই সংক্রান্ত ফেসবুক পোস্ট রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এর মধ্যে একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং শেয়ার হয়েছে ৪৪ হাজার বার৷ 

ইনসাইড রিউমারসের অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো পুলিশ কর্মকর্তার এমন বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। 

তবে এটা স্পষ্ট হয় যে পুলিশের বয়ানে প্রচারিত ভিডিওটি আসল নয়, এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে৷ ভিডিওতে পুলিশ অফিসারের কন্ঠে শব্দের অসঙ্গতি ও কৃত্রিমতার লক্ষণ পরিলক্ষিত হয়। এমনকি পুলিশের সামনে গণমাধ্যমের যেসব বুম দেখা যায়, তা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের নামের সঙ্গে মিল থাকলেও লোগোর ভিন্নতা দেখা যায়। 

পাশাপাশি ভিডিওতে পুলিশ কর্মকর্তার পেছনে থাকা পোস্টারে বাংলা লেখাগুলো স্পষ্ট নয়, যেটি এআই দ্বারা যে ভিডিওটি নির্মিত সেটার ইঙ্গিত দেয়৷ 

তবে পুরোপুরি নিশ্চিত হতে ইনসাইড রিউমারস এআই কন্টেন্ট শনাক্তকারী প্লাটফর্ম ডিকপি এআই (Decopy AI)-তে ভিডিওটি দিলে সেটিকে ১০০ শতাংশ এআই দিয়ে তৈরি বলে চিহ্নিত করে প্ল্যাটফর্মটি৷ 

পাশাপাশি ডিপওয়ার (Deepware) নামে আরেকটি এআই কনটেন্ট শনাক্তকারী প্লাটফর্ম ভিডিওটি এআই দিয়ে তৈরি হতে পারে বলে “Suspicious” রেটিং দিয়েছে৷ 

সুতরাং, সার্বিক অনুসন্ধান থেকে আলোচিত ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। 

Tagged: