Home / জাতীয় / সাম্প্রদায়িক হামলায় রংপুরে একজনের মৃত্যু দাবিতে ভুয়া তথ্য প্রচার

সাম্প্রদায়িক হামলায় রংপুরে একজনের মৃত্যু দাবিতে ভুয়া তথ্য প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সম্প্রতি “Voice of Bangladeshi Hindus” নামে একটি অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়। উক্ত পোস্টের প্রচারিত ছবিতে দুইজন শিশু এবং তাতে “Save Bangladeshi Hindus” লেখা দেখা যায়।

উক্ত পোস্টে দাবি করা হয়, “রংপুরে তারা এক সাম্প্রদায়িক হামলায় তাদের বাবাকে হারিয়েছে। এর জন্য আমরা হিন্দু সমাজও কিছুটা দায়ী। কারণ আমরা হিন্দুরা বারবার নিপীড়ন সহ্য করে চুপ থাকি, আর সেই সুযোগেই তারা একের পর এক নৃশংসতা চালিয়ে যাচ্ছে।” [ইংরেজি থেকে অনুদিত]

এই দাবিতে এক্সে পোস্ট আছে এখানে (আর্কাইভ), ফেসবুকে পোস্ট আছে এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত একটি ছবি এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ১০ হাজার বার দেখা হয়েছে। পাশাপাশি পাঁচ শতাধিক শেয়ার এবং ছবিতে এক হাজার প্রতিক্রিয়া রয়েছে। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। এ সময় ছবির ওপর “Save Bangladeshi Hindus” এবং পোস্টে AlleyesonBangladeshiHindhus হ্যাশট্যাগের ব্যবহার দেখতে পাওয়া যায়। তবে ছবি পর্যবেক্ষণে আলোচিত দাবির স্বপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।  

এছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে দেশীয় গণমাধ্যমে অনুসন্ধানের সময় উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ কিংবা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে, ছবিটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে চলতি মাসের ৬ ও ৭ আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, ইনস্টাগ্রামটিকটকে একাধিক পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল খুঁজে পায় ইনসাইড রিউমারস।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায়, ছবিটি রংপুরের নয়; বরং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বিকাশ দাসের দুই ছেলে মেয়ের। যিনি হঠাৎ স্ট্রোকে মারা গেছেন। 

বিকাশ দাস উপজেলার মনোহরপুর বাজারে সেলুনের কারিগর হিসেবে কাজ করতেন। মূলত তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠান ও পরিবারকে আর্থিকভাবে সহায়তার জন্য উক্ত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ছড়িয়ে দেয়া হয়।

এছাড়া বিষয়টি নিশ্চিত হতে সহায়তা চেয়ে পোস্টে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে ইনসাইড রিউমারস। বিকাশ দাসের পিসতুতো ভাই বিশ্বজিৎ দাস জানান, বিকাশ দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি আর্থিকভাবে বিপদে পড়ে যায়। সেদিক বিবেচনা করে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম সহায়তার গত ৬ আগস্ট পোস্ট করা ।

আর এই ঘটনাকে Voice of Bangladeshi Hindhus সহ একাধিক পেইজ ও অ্যাকাউন্ট থেকে রংপুরে সাম্প্রতিক হামলায় একজনের মৃত্যু হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।

সার্বিক দিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ছবিটি  রংপুরের কোনো সাম্প্রদায়িক হামলার সঙ্গে সম্পর্কিত নয়। এটি ভোলার বিকাশ দাসের ছেলে-মেয়ের ছবি। যিনি সম্প্রতি স্ট্রোক করে মারা গেছেন। 

Tagged: