Home / জাতীয় / ‘বাংলাদেশের আকাশে ভারতীয় অগ্নি-৫ মিসাইল’ দাবিতে এসএ টিভির প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর

‘বাংলাদেশের আকাশে ভারতীয় অগ্নি-৫ মিসাইল’ দাবিতে এসএ টিভির প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর

সম্প্রতি ‘বাংলাদেশের আকাশে ভারতীয় অগ্নি-৫ মিসাইল, আ-তঙ্ক ছড়াল চারপাশে’ দাবিতে একটি ভিডিও প্রচার করেছে দেশীয় গণমাধ্যম SATV।

‘SATV News’ নামে নিজেদের ফেসবুক পাতায় প্রচারিত ভিডিওটি এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার মানুষ দেখেছে এবং শেয়ার হয়েছে ৫৬৮ বার৷

একই দাবিতে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধান জানা যায়, বাংলাদেশের আকাশে ভারতীয় মিসাইল দেখা গেছে দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। “বাংলাদেশের আকাশে ভারতীয় মিসাইল” জাতীয় ক্যাপশন ব্যবহারে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে ভারতের মিসাইল প্রবেশ করেছে এমন বার্তা তৈরি হয়।

অনুসন্ধানের শুরুতে ভারতের মিসাইল পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করেছে ইনসাইড রিউমারস৷ ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, বঙ্গোপসাগরের পাশে ওড়িশা উপকূল মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) ওড়িশার চান্দিপুরের ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ‘অগ্নি-৫’ নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি।

প্রতিবেদনে আরও বলা হয়, মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে উৎপাদনকারীরা।

ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, বুধবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় অগ্নি-৫ নামে পারমানবিক বোমা বহনে সক্ষম মিসাইল সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে৷

উভয় প্রতিবেদনে ‘বাংলাদেশের আকাশে ভারতের মিসাইল’ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি৷ ইনসাইড রিউমারসের অনুসন্ধানে আরও জানা যায়, বাংলাদেশের গণমাধ্যমে আলোচিত দাবির স্বপক্ষে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি৷

একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে এক ভিডিও প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের কাছেই পারমানবিক বোমা বহনে সক্ষম মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত।’

তবে ভিডিও’র কোথাও ‘বাংলাদেশের আকাশে ভারত মিসাইল’ এমন দাবিতে কোনো তথ্য পাওয়া যায়নি৷

বাংলাদেশের সঙ্গে ভারতের ওড়িশা রাজ্যের সরাসরি কোনো সীমানা নেই। আর সাধারণত এই ধরনের পরীক্ষা নির্ধারিত নিরাপত্তা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে যাতে কোনো আন্তর্জাতিক সীমানা লঙ্ঘিত না হয়।

সুতরাং, সার্বিক অনুসন্ধানে জানা যায়, “বাংলাদেশের আকাশে ভারতের মিসাইল” দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।

Tagged: