Home / জাতীয় / পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আসায় সচিবালয়ে প্রতিবাদ দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আসায় সচিবালয়ে প্রতিবাদ দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “এই মুহুর্তে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আসা নিয়ে সচিবালয়ে সচিবদের প্রতিবাদ চলছে” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় এগারো হাজারের অধিক বার দেখা হয়েছে। পাশাপাশি তিনশো’র উপরে শেয়ার এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর একাধিক কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর প্রকাশিত ৪২ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিও’র ক্যাপশনে বলা হয়, “সচিবালয়ে ডিসির পোস্টিং নিয়ে অসন্তোষ, হাতাহাতি।” ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিও’র হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি থেকে জানা যায়, “সচিবালয়ে জেলাপ্রশাসকদের পোস্টিং নিয়ে অসন্তোষ এবং কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে সচিবালয়ে এই ঘটনাটি ঘটে। আজ [১০ সেপ্টেম্বর, ২০২৪] জনপ্রশাসন মন্ত্রণালয় ৩৪ জন নতুন জেলাপ্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর পরপরই উপসচিবদের মাঝে হাতাহাতির ঘটনাটি ঘটে।”

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ পর্যায়ের কার্যক্রম তরান্বিত করতে বিভিন্ন জেলাপ্রশাসককে প্রত্যাহার করে নতুন করে দায়িত্ব দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ডিসিদের দায়িত্ব পরিবর্তন ও বদলি কার্যক্রম চলছিলো।

এনটিভির পাশাপাশি এখন টিভি, ইনডিপেনডেন্ট টিভি, ঢাকা পোস্টসহ একাধিক গণমাধ্যমে আলোচিত ভিডিও ও একই তথ্য খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে ভিডিওটির সূত্র ধরে অধিক অনুসন্ধানে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে গত বছরের ১১ সেপ্টেম্বর “ডিসি নিয়োগ নিয়ে অসন্তোষ, সচিবালয়ে কর্মকর্তাদের হাতাহাতি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়েই বলা হয়েছে।

প্রতিবেদনে থেকে জানা যায়, নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের জেরে সচিবালয়ে কর্মকর্তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। 

আরও অনুসন্ধানে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনেও একই তথ্য খুঁজে পায় ইনসাইড রিউমারস।

সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নয়; বরং গত বছরের সেপ্টেম্বরে সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে অসন্তোষ ও হাতাহাতির ঘটনা। 

Tagged: