Home / জাতীয় / রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রীদের প্রকাশ্যে স্লোগান দাবিতে ফেসবুকে পুরনো ভিডিও প্রচার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রীদের প্রকাশ্যে স্লোগান দাবিতে ফেসবুকে পুরনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “রাবিতে [রাজশাহী বিশ্ববিদ্যালয়] ছাত্রলীগের নারী নেত্রীদের। জয় বাংলা স্লোগানে উত্তাল” দাবিতে একটি ভিডিও সাম্প্রতিক সময়ে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ৫০ হাজারের বেশি দেখা হয়েছে এবং ভিডিওটি ৮০০ বারের বেশি শেয়ার করা হয়েছে। 

ইনসাইড রিউমারসের এর অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর বিষয়ে একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে “Study Law” নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ এপ্রিল “ইতিহাসে প্রথমবার রাবিতে ছাত্রলীগের নারীনেত্রীদের স্লোগান|| Historical Slogan of BSL lady leaders, RU” শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণে এর স্লোগান এবং পেছনে টানানো ব্যানারে “হল সম্মেলন” লেখার সূত্র ধরে পরবর্তী অনুসন্ধানে ২০২২ সালের ১৪ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার হল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ ২০২২ সালের ১৪ মার্চ এই হল সম্মেলন অনুষ্ঠিত হয় এবং নারীনেত্রীরা সেইদিনই স্লোগান দেয়।

বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজরিন মেধার ফেসবুক প্রোফাইলেও একই ভিডিও ২০২২ সালের ১২ মার্চ খুঁজে পাওয়া যায়।

পোস্টে থাকা ক্যাপশন অনুযায়ী ১৪ মার্চের হল সম্মেলনকে কেন্দ্র করে তাদের স্লোগান দেওয়ার ভিডিওটি সেদিনই ধারন করা হয়েছিলো। 

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাবি ক্যাম্পাস ছাত্রলীগের নারী নেত্রীদের স্লেগান দেওয়ার ভিডিও নয়; বরং ২০২২ সালের রাবিতে হল সম্মেলনকে কেন্দ্র করে নারী নেত্রীদের স্লোগান দেওয়ার একটি ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

Tagged: