Home / জাতীয় / ‘শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার, আতঙ্কে আছেন ড. ইউনূস’ দাবিতে প্রথম আলোর অনুকরণে ফটোকার্ড প্রচার

‘শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার, আতঙ্কে আছেন ড. ইউনূস’ দাবিতে প্রথম আলোর অনুকরণে ফটোকার্ড প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রথম আলু নামক একটি ফেসবুক পাতা থেকে “শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার, আতঙ্কে আছেন ড. ইউনূস” দাবিতে দেশীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলোর অনুকরণে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

দাবিতে ফটোকার্ডের ক্যাপশনে বলা হয়েছে,“শ্রীলঙ্কা থেকে শেখার পাঠ: বিক্রমাসিংহে গ্রেফতার, ইউনুস কি একই সিঁড়ি বেয়ে নামবেন?” 

ফেসবুকে প্রচারিত আলোচিত ফটোকার্ডটিতে এখন পর্যন্ত প্রতিক্রিয়া পড়েছে ৫২৪টি, শেয়ার হয়েছে ৬৯ বার৷ 

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, দৈনিক প্রথম আলোর ফটোকার্ডের সঙ্গে হুবহু মিল থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি স্যাটায়ার হিসেবে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে প্রথম আলু ফেসবুক পাতাটি পর্যবেক্ষণ করেছে ইনসাইড রিউমারস। প্রথমত, প্রথম আলোর ফটোকার্ডের সঙ্গে হুবহু মিল থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে লোগো হিসেবে লেখা রয়েছে ‘প্রথম আলু’, ওয়েবসাইট অ্যাড্রেসেও লেখা হয়েছে ‘prothomalu.com’৷ 

ফলে ফটোকার্ডটি নকল বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। দ্বিতীয়ত, ১৫ হাজার ফলোয়ার সমৃদ্ধ এই পেজের বায়োতে লেখা আছে, “এই পেজের খবরের সত্যতা ০.০১%, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ব্যাঙ্গ নিউজ/ফটোকার্ড পোস্ট করে। বিশ্বাস করলে দায় আপনার, প্রথম আলু কর্তৃপক্ষ নয়।” 

তাই আলোচিত ফটোকার্ডটি স্যাটায়ার হিসেবে প্রচার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। 

এই বিষয়ে আরও নিশ্চিত হতে ফটোকার্ডে উল্লেখিত তারিখ ২২ আগস্ট ধরে দৈনিক প্রথম আলোর একই দিনের ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করেছে ইনসাইড রিউমারস। তবে এ নিয়ে প্রথম আলোতে কোনো ফটোকার্ড পাওয়া যায়নি৷ 

সুতরাং, সার্বিক অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি আসল নয়৷ এটি নিখাদ বিনোদনের উদ্দেশ্যে স্যাটায়ার হিসেবে প্রচার করা হয়েছে৷ 

Tagged: