সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “ব্রেকিং নিউজ,, সিলেটে মশাল মিছিল বিজয় অতি নিকটে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ৬০ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং শেয়ার করা হয়েছে প্রায় ২ শতাধিক বার।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর বিষয়ে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজে ২০২৪ সালের ১ আগস্ট “সিলেট সহ সারাদেশে ছাত্র-শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ রাতে মশাল মিছিল করা হয়।” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর মাধ্যমে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট সহ সারাদেশে ছাত্র-শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে করা একটি মশাল মিছিলের ভিডিও।
দাবির বিষয়ে আরও অনুসন্ধানে ২০২৪ সালের ১ আগস্ট “Abdur Rab Bhuttow” নামক এক ব্যক্তির ফেসবুক পেজে “সিলেট সহ সারাদেশে ছাত্র-শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ রাতের মশাল মিছিল।” শিরোনামে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি একই সময়ে “Mohammed Kawser” নামক এক ব্যক্তির অ্যাকাউন্টেও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয় বরং এটি পুরনো ভিন্ন ঘটনার একটি ভিডিও।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিলের দাবিতে ফেসবুকে প্রচারিত দাবিটি সঠিক নয়; বরং ২০২৪ সালের সিলেট সহ সারাদেশে ছাত্র-শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হওয়া একটি মশাল মিছিলের ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।