Home / জাতীয় / উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তরুণীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তরুণীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে হৃদনীর ইসলাম হৃদিতা নামে এক তরুণীকে জড়িয়ে একটি ছবি ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে বিভিন্ন একাউন্ট থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়,“এক্স গার্লফ্রেন্ড সায়মা এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিয়ন্ত্রণে! তাকে দিয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছে। হয়তো আমার বিরুদ্ধে ভিডিও বিবৃতিও দেয়া হবে…” (বানান অপরিবর্তিত)।

এই সংক্রান্ত ফেসবুক পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে। এর মধ্যে একটি পোস্টে ৪ হাজার প্রতিক্রিয়া এসেছে; শেয়ার হয়েছে ১৫২ বার৷ 

ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি আসল নয়। মূলত, উপদেষ্টা আসিফ এবং রিদিতা নামের এক নারীর পৃথক দুইটি ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা হৃদনীর ইসলাম হৃদিতার ছবিটি তার ফেসবুক প্রোফাইলেই পাওয়া যায়। গতকাল শনিবার (২৩ আগস্ট) হৃদিতা তার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে একটি ছবি পোস্ট করেন৷ হৃদিতার এই ছবির সঙ্গে আলোচিত ছবির মিল পাওয়া যায়৷ 

দুটি ছবিতেই হৃদিতাকে প্রায় একই রকম ভঙ্গিতে দেখা যায়৷ এমনকি একই রঙের জামা পরে থাকতে দেখা যায় (জামার ডিজাইন ভিন্ন)। তবে দুটি ছবিতেই তার কানে একই ধরনের কানের দুল দেখা যায় এবং তার হাতের মেহেদীর ডিজাইন এক। 

অনুসন্ধানে আরও দেখা যায়, প্রোফাইল ছবিতে হাতে থাকা ফুল ও কানের দুল স্পষ্ট থাকলেও আলোচিত ছবিতে তা অসম্পূর্ণ ও বিকৃতভাবে দেখা যাচ্ছে। এছাড়া, চেহারায় অস্বাভাবিক উজ্জ্বলতা দেখা গেছে এ ধরনের অসঙ্গতি সাধারণত এআই-নির্মিত ছবিতে লক্ষ্য করা যায়।

বিষয়টি নিশ্চিত হতে এআই শনাক্তকারী প্লাটফর্ম ডি-কপি এআই (Decopy AI)-এর সহযোগিতা নেয় ইনসাইড রিউমারস। এতে বলা হয়, ছবিটি ৯৫.৯৫ শতাংশ এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

সুতরাং, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি সম্পূর্ণ ভুয়া ও এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস।

Tagged: