Home / জাতীয় / ‘ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো’ জাতীয় কোনো মন্তব্য করেননি ঢাবি ভিসি

‘ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো’ জাতীয় কোনো মন্তব্য করেননি ঢাবি ভিসি

গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো” শীর্ষক একটি মন্তব্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর মন্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে গণমাধ্যমের ফটোকার্ড যুক্ত ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)  এবং এখানে (আর্কাইভ)।

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত দেশ টিভির ফেসবুক পাতায় প্রচারিত ঢাবি ভিসির বক্তব্য সম্বলিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর কোথাও ঢাবি ভিসি ড. নিয়াজ আহমদ খানকে ‘ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো’ জাতীয় কোনো মন্তব্য করতে শুনা যায়নি। 

দেশ টিভিতে প্রচারিত ভিডিওটির বক্তব্যটি হুুবহু তুলে ধরলে ঢাবি ভিসিকে বলতে শুনা যায়, “নয় দশ মাস ধরে সবার সঙ্গে আলাপ করে আমরা সবাই মিলে মাঠে নেমেছি। সমস্যা আসছে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অনেক রকম ভেদাভেদ, মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশগ্রহণ করেছে। অত্যন্ত আনন্দ ও উদ্দীপনা সাধারণ শিক্ষার্থীদের মাঝে  ছড়িয়ে গেছে এটি আমাদের বিরাট একটা শক্তি। এটি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা একটি নির্দিষ্ট মহলের বিষয় না। এই আয়োজনে সবাই যতক্ষণ পর্যন্ত আমার হাত ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মাঠে থাকবো। যেখানে আমার হাত ছেড়ে দিবেন আমি পরিষ্কার আপনার ডেকে বলে দিবো, যে এই জায়গাতে আমার সমস্যা হচ্ছে। এটি একটি জাতীয় দায় যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান কিন্তু পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। জাতির প্রতি আমাদের কৃতজ্ঞতা।”

পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে “DU News” নামক ফেসবুকে পাতায়ও “এই ধরনের কোনো কথা বলেননি ঢাবি উপাচার্য” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টে বলা হয়, “ডিইউ নিউজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, আমার বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। দায়িত্ব ছেড়ে দিবো এমন কথা বলিনি। বলেছি, কোথাও বাধা আসলে তখন সেটি সবাইকে অবগত করা হবে। অর্থাৎ আপডেট দেওয়া হবে। তিনি বলেন, এটা পবিত্র আমানত, যতদূর পারি সবাইকে সাথে নিয়ে করবো। এখন পর্যন্ত সবাই সহযোগিতা করছে।”

অর্থাৎ ঢাবি ভিসির বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ‘ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো’ জাতীয় কোনো মন্তব্য ঢাবি ভিসি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান করেন নি। 

Tagged: