Home / জাতীয় / পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রতিবাদে পাকিস্তানি দূতাবাস হামলা দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রতিবাদে পাকিস্তানি দূতাবাস হামলা দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। তাঁর ঢাকা সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “সরাসরি এই মুহূর্তে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের প্রতিবাদে, ঢাকায় হাজার হাজার সাধারণ জনগণ পাকিস্তানি দূতাবাসে হামলা ও ঘেরাও করেছে” এবং “পাকিস্তানের হাইকমিশনার অবরুদ্ধ” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮০ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং ভিডিওটি প্রায় ১ হাজার ৫০০ এর বেশিবার শেয়ার করা হয়েছে।

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওটি পর্যবেক্ষণে এতে থাকা একটি সাইনবোর্ডে ‘পাপড়ি রেস্টুরেন্ট’ লেখা দেখতে পাওয়া যায়। 

উক্ত লেখার সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ১৬ আগস্ট ‘Sylhet Sangbad’ নামক একটি ইউটিউব চ্যানেলে “লালাবাজারে কিভাবে ভেঙ্গে গেলো পাপড়ি রেস্টুরেন্ট? রাতের সংঘর্ষের চিত্র! Sylhet News Today #lalabazar” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। 

ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, “সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মসজিদের যাত্রী ছাউনি নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া সংঘর্ষে পাপড়ি রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫–২০ জন আহত হয় এবং এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।”

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে গত ১৫ আগস্ট ‘MessiSakib’ নামক একটি ইউটিউব চ্যানেলেও একই ঘটনার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে থাকা বর্ণনায়ও আলোচিত ভিডিওটি সিলেটের লালাবাজারের পাপড়ি রেস্টুরেন্টে ভাংচুরের ভিডিও বলেই উল্লেখ করা হয়।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘প্রতিদিনের সিলেট’ নামক একটি অনলাইনভিত্তিক সংবাদপত্রের ওয়েবসাইটে গত ১৯ আগস্ট “পাপড়ি রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় লালাবাজার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সিফতা গ্রেফতার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত একটি ছবির সাথে আলোচিত ভিডিওর একাধিক কি-ফ্রেমের মিল পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মসজিদের যাত্রী ছাউনি নিয়ে বিরোধের জের ধরে পাপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনাটি ঘটে। 

অর্থাৎ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সিলেটের লালবাজারে পাপড়ি রেস্টুরেন্টে ভাংচুরের ঘটনার ভিডিও। 

এছাড়াও, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রতিবাদে পাকিস্তানি দূতাবাসে হামলার কোনো ঘটনা ঘটলে তা দেশীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার কথা ছিলো। কিন্তু অনুসন্ধানে দেশীয় গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রতিবাদে পাকিস্তানি দূতাবাসে হামলার কোনো ঘটনাই ঘটেনি। বরং সিলেটের লালবাজারে পাপড়ি রেস্টুরেন্টে ভাংচুরের ঘটনার একটি ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

Tagged: