সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “বিএনপি কে চাদা না দেওয়ায় আগুন ধরিয়ে দিলো ত্যাল বাহী গাড়িতে। দেশটা ধ্বংসের দারপ্রান্তে” দাবিতে একটি ভিডিও প্রকাশ করা হচ্ছে।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় এক হাজারবার।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ‘Razib Hosain’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২১ মার্চ “লাউহাটি বাজারে তেলের দোকানে লেগেছে তেল উঠানোর পাম্প থেকে সর্ট সার্কিট থেকে” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।
এই ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
এই ভিডিওর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ ডট কমের ইউটিউব চ্যানেলে গত ২১ মার্চ “টাঙ্গাইলে ২১ দোকান পুড়ে ছাই” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “টাঙ্গাইলের দেলদুয়ারে লাউহাটি বাজারে আগুনের ঘটনা ঘটে। তেলের দোকানের একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত। পরে মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।”
এছাড়াও, এনটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। এনটিভির প্রতিবেদনেও একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানানো হয়।
উক্ত প্রতিবেদনগুলোর কোথাও এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, বিএনপি কে চাঁদা না দেওয়ায় তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার দাবিটি সঠিক নয়। বরং গত ২১ মার্চ টাঙ্গাইলের দেলদুয়ারে লাউহাটি বাজারে তেলের দোকানে আগুনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।