সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি “মিরপুর এটিএম বুথ থেকে হ্যাক করে টাকা চুরি করার অভিনব দৃশ্য। এবং এটি সিসি ক্যামেরায় ধরে পরে।”
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ১৫ লক্ষ বার দেখা হয়েছে এবং ভিডিওটি ১০ হাজারের অধিক বার শেয়ার করা হয়েছে।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে ফেসবুকে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি ভালো করে খেয়াল করলে তার ডান পাশে ওপরের দিকে বায়ান্ন টিভির লোগো দেখতে পাওয়া যায়। এই লোগোর সূত্র ধরে অনুসন্ধানে বায়ান্ন টিভির ফেসবুক পেজে ২০২২ সালের ১৮ এপ্রিল “সিসি ক্যামেরায় ধরা পড়লো এটিএম বুথ হ্যা’ক করে টাকা চুরির অভিনব দৃশ্য” শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওটির সাথে ফেসবুকে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটির পুরোপুরি মিল পাওয়া যায়।
তবে অধিকতর অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আরো আগের। বায়ান্ন টিভির ফেসবুক পাতায় পাওয়া ভিডিওটি চলাকালীন সময়ে তাতে “দৃশ্যটি কুমিল্লায় পূবালী ব্যাংকের এটিএম বুথের সিসিটিভি থেকে সংগৃহীত” লেখা ভেসে উঠে।
পরবর্তীতে এই লেখার সূত্র ধরে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৯ নভেম্বর “চট্টগ্রাম ও কুমিল্লায় পূবালীর বুথ থেকে ৯ লাখ টাকা চুরি” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে বায়ান্ন টিভি এবং আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “চট্টগ্রাম ও কুমিল্লায় পূবালী ব্যাংকের তিনটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় নয় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ২০১৯ সালের ১৬ নভেম্বর কুমিল্লার কান্দির পাড় বুথ এবং পরদিন অর্থাৎ ১৭ নভেম্বর চট্টগ্রাম কলেজ রোড শাখা ও আগ্রাবাদের শেখ মুজিব রোডে দুটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা তোলার এ ঘটনাগুলো ঘটে।”
এছাড়াও, সাম্প্রতিক সময়ে মিরপুর এটিএম বুথ থেকে হ্যাক করে টাকা চুরি করা হয়েছে এমন কোনো ঘটনার সংবাদ বা তথ্য গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, মিরপুর এটিএম বুথ থেকে সাম্প্রতিক সময়ে টাকা চুরির কোনো ঘটনা ঘটেনি; বরং বায়ান্ন টিভির ফেসবুক পেজে ২০২২ সালে প্রচারিত ২০১৯ সালের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।