Home / জাতীয় / টিকটকে ভারত থেকে শেখ হাসিনা সরাসরি ভাষণ দেওয়ার ভুয়া দাবি প্রচার

টিকটকে ভারত থেকে শেখ হাসিনা সরাসরি ভাষণ দেওয়ার ভুয়া দাবি প্রচার

শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম  টিকটকে “বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারত থেকে এই প্রথম সরাসরি কথা বলল” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি আছে এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত উক্ত ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশিত হবার আগ পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৭০ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি ৪ হাজারের বেশি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে ২০ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৮ এপ্রিল “PM Modi & Bangladesh PM Sheikh Hasina at the Joint Press Statements in New Delhi” শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। 

ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

ভিডিওটিতে শেখ হাসিনাকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে বক্তব্য রাখতে দেখা যায়। তবে পুরো ভিডিও জুড়ে তাঁকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রসঙ্গে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।

এই ভিডিওর সূত্র ধরে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের বাংলা সংস্করণে ২০১৭ সালের ১৪ মার্চ “প্রধানমন্ত্রীর ভারত সফর ৭-১০ এপ্রিল” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ৭ এপ্রিলে তিনদিনের সরকারি সফরে ভারত যাবেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৭ সালের ৮ এপ্রিল “India – Bangladesh Joint Statement during the State Visit of Prime Minister of Bangladesh to India (April 8, 2017)’ শিরোনামে প্রকাশিত যৌথ বিবৃতি খুঁজে পাওয়া যায়। 

উক্ত বিবৃতি থেকে জানা যায়, ২০১৭ সালের এপ্রিলে শেখ হাসিনা ভারত সফরে গেলে, দুই দেশের মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, পরিবহন এবং বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ভারত থেকে শেখ হাসিনার সরাসরি ভাষণ দেওয়ার দাবিটি সঠিক নয়, বরং ২০১৭ সালে ভারত সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ প্রেস ব্রিফিংয়ের ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

Tagged: