Home / রাজনীতি / নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশের পালিয়ে যাওয়ার পুরনো ভিডিওকে ফরিদপুরের দাবিতে প্রচার

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশের পালিয়ে যাওয়ার পুরনো ভিডিওকে ফরিদপুরের দাবিতে প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ফরিদপুরে ভাঙ্গা পৌরসভার আওয়ামীলীগ নেতাদের ধরতে এসে, এলাকা বাসির ধাওয়ায় পালিয়ে গেলো পুলিশ। এভাবেই সারা দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ২ লাখ ২৮ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় ২ হাজার বার। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে কামরু জামান নামে একটি ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে ফেসবুকে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “আজ ২৪ ডিসেম্বর, নোয়াখালীর সেনবাগে অবরোধের সমর্থনে মিছিলরত বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালালো পুলিশ…”

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে “Voice of BD” নামক একটি ইউটিউব চ্যানেলে একই সময়ে, অর্থাৎ ২০২৩ সালের ২৪ ডিসেম্বর, “নোয়াখালী বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালালো পুলিশ” শিরোনামে অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এই ভিডিওতে বলা হয়,‌ “ঐক্যবদ্ধ প্রতিরোধ কি না পারে! আজকে সুমির মুন্সিরহাট বাজারের ফেনী–মাইজদীর আঞ্চলিক মহাসড়কে সেনবাগ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ অবরোধের পক্ষে মিছিলে পুলিশ লীগ অতর্কিত হামলা করলে ছাত্রদল, যুবদল এবং সাধারণ জনগণের প্রতিরোধের মুখে পুলিশ পালিয়ে যেতে বাধ্য হয়।”

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয়। এছাড়াও, সাম্প্রতিক সময়ে পুলিশের উপর আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে এমন কোনো ঘটনার সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভিডিওটি ফরিদপুরে ভাঙ্গা উপজেলারও নয়।

এই বিষয়ে অধিকতর অনুসন্ধানে সেই সময়ে “সরকারের পদত্যাগ ও অবরোধ সমর্থনে নোয়াখালীতে বিএনপির মিছিল” শিরোনামে “দৈনিক ইত্তেফাকে” একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, “সরকারের পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা অবরোধের সমর্থনে মোড়ে মোড়ে ঝটিকা মিছিল করেছে নোয়াখালী বিএনপি।”

ইত্তেফাককে সেসময় সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, “পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা ঝটিকা মিছিল বের করে। পুলিশ যাওয়ার পর তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মানুষের সার্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে আছে।”

এছাড়া “ঢাকা পোস্টে” প্রকাশিত এক প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলারও নয়। বরং এটি ২০২৩ সালের ডিসেম্বরে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে নোয়াখালীর সেনবাগে মিছিলরত বিএনপি সমর্থকদের ধাওয়ায় পুলিশের পালানোর ভিডিও। 

Tagged: