Home / জাতীয় / বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “এই মুহুর্তে ইসিতে রুমিন ফারহানাকে হেনস্থা করায়, ঢাকায় প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের ব‍্যপক লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ৩৮ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার হয়েছে ৪০০ এর অধিক বার। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে “Rashed Khan” নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৭ জুলাই ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়।

উক্ত ভিডিওটির সাথে ফেসবুকে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটির পুরোপুরি মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে থাকা তথ্য থেকে জানা যায়, ভিডিওটি ঢাবি (ঢাকা বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে ছাত্রলীগ, পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথভাবে হামলা চালানোর দৃশ্য।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে “Admission Informer” নামক ফেসবুক পাতায় একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের ১৭ জুলাই একই ভিডিওটি পাওয়া যায়। এই ভিডিওটির ক্যাপশনে লেখা, “ফিল্মি স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চড়াও হচ্ছে পুলিশ, র‍্যাব ও বিজিবি। সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণ।স্থান: রোকেয়া হল রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয় এবং এ সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে এমন কোনো ঘটনার সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, গত বছরের একই দিনে জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকম এর ওয়েবসাইটে “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখান থেকে জানা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ১৭ জুলাই বিকেল সোয়া ৪টায় পুলিশের সংঘর্ষ চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।”

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের কোনো ঘটনা ঘটেনি, বরং ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

Tagged: