Home / রাজনীতি / ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে বগুড়ার পুরনো ভিডিও প্রচার

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে বগুড়ার পুরনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আজকে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ এর বিক্ষোভ মিছিল।ইনশাআল্লাহ এভাবেই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি সক্রিয় হবে।” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে থাকা ব্যানারের লেখার সূত্র ধরে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে “Rofi Nawas Khan Robin” নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ জুলাই “বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ | Bogura Zila Awami League” শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। 

ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পরিলক্ষিত হয়।

ভিডিওটির বর্ণনায় বলা হয়, “বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা।” 

এর সূত্র ধরে অনুসন্ধানে ২০২৩ সালের ৩০ এবং ৩১ জুলাই একই তথ্য সম্বলিত একাধিক ফেসবুক পোস্ট (, ) পাওয়া যায়। এসব পোস্টে প্রচারিত ভিডিওটি আসলে বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশের দৃশ্য। সেখানে জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি পালন করেন।

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দাবিটি সঠিক নয়; বরং ২০২৩ সালে বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের একটি ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

Tagged: