রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে “ব্যাপক হামলা ও ভাঙচুর” করা হচ্ছে দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
৪৭ সেকেন্ডের ওই ভিডিও’র ক্যাপশনে দাবি করা হয়, ”এই মুহুর্তে ঢাকা সিএমএম আদালতে ব্যপক হামলা ও ভাংচুর। পাকিস্তানের ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বের কাছে জঙ্গি দেশে পরিনত করার চেষ্টা। সোনার বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে!” (বানান অপরিবর্তিত)
ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার সিএমএম আদালত চত্বরে অনেক মানুষ লাঠিসোঁটা নিয়ে ছোটাছুটি করছে, পুলিশের গাড়ি ও প্রিজনভ্যান ভাঙচুর করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এর মধ্যে একটি ভিডিও দেখেছে ৩২ হাজার মানুষ, শেয়ার হয়েছে ৪৮২ বার৷
তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের সময় সিএমএমের সামনে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে ২০২৪ সালের ৪ আগস্ট প্রচারিত দীপ্ত টিভির (Deepto TV) একটি রিলস পাওয়া যায়, যা আলোচিত ভিডিও’র সঙ্গে হুবহু মিল দেখা যায়৷ রিলসের ক্যাপশনে বলা হয়, ”ঢাকার সিএমএম আদালতে হামলা, প্রিজন ভ্যান ভাঙচুর”।
বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে একই দিনে গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনের সন্ধান পেয়েছে ইনসাইড রিউমারস৷ ২০২৪ সালের ৪ আগস্ট দৈনিক সমকাল এক প্রতিবেদনে জানায়, ”পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গেট ভেঙে আন্দোলনকারীরা ভেতর প্রবেশ করেছে। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তারা আদালতের ভেতরে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করছে। আদfলতে ভাঙচুর চালাচ্ছে আন্দোলনকারীরা।”
সুতরাং, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হচ্ছে দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এটি ২০২৪ সালের ৪ আগস্টের ভিডিও।