সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “প্রকাশ্য রাজধানীতে শত শত মানুষের মধ্যে চাঁদা না দেওয়ায় দোকান থেকে বের করে, হত্যা করলো বিএনপির নেতাকর্মীরা” (বানান অপরিবর্তিত) শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত প্রায় ২৫ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার হয়েছে ২৫০ বার।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ‘Magedara Tea plantation’ নামক একটি শ্রীলঙ্কান ফেসবুক পেজে এই বছরের ২০ মে-তে আপলোড হওয়া একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
উক্ত পোস্টের ক্যাপশনে থাকা বর্ণনার ভাবানুবাদ অনুযায়ী এটি শ্রীলঙ্কার বাদুল্লা শহরের ঘটনার ভিডিও।
দাবির বিষয়ে আরও অনুসন্ধানে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদা দেরানার ইউটিউব চ্যানেলে ২০ মে প্রকাশিত একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওর বর্ণনায় উল্লেখ করা হয়েছে, “সেদিন বিকেলে বাদুল্লা শহরের কেন্দ্রস্থলে এক ব্যক্তি তার ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বাদুল্লা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা জানান তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।”
অর্থাৎ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে বিএনপি নেতা কর্মীরা হত্যা করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয়; বরং শ্রীলঙ্কার একটি পুরনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।