Home / রাজনীতি / পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিমানবন্দরে হেনস্তার শিকার দাবিতে অপপ্রচার

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিমানবন্দরে হেনস্তার শিকার দাবিতে অপপ্রচার

গত ২৩ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় আসেন। তার এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “বাংলাদেশে আসা পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে চো’র এবং বা’ট’পার বলে সামনাসামনি অপমান!” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও ৫০ হাজারের বেশি দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার হয়েছে ২০০ এর অধিক বার।

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর বিষয়ে প্রাসঙ্গিক একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে পাকিস্তানি গণমাধ্যম ‘GTV NETWORK’ এর ইউটিউব চ্যানেলে “Finance Minister Ishaq Dar Harsh Welcome at USA Airport” শিরোনামে ২০২২ সালের ১৩ অক্টোবর একটি ভিডিও পাওয়া যায়। 

এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

ভিডিওটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, “যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে পাকিস্তানের তৎকালীন অর্থমন্ত্রী ইসহাক দারকে কিছু অজ্ঞাত ব্যক্তি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। ওই সময় সেখানে উপস্থিত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান তাকে হাত ধরে ঘটনাস্থল থেকে বাইরে নিয়ে যেতে দেখা যায়।”

দাবিটি নিয়ে আরও অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে ২০২২ সালের ১৪ অক্টোবর “Pak Finance Minister Heckled At US Airport, Called “Liar”, “Chor” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, “যুক্তরাষ্ট্রের ডালেস বিমানবন্দরে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দারকে কিছু লোক ‘চোর’ ও ‘মিথ্যাবাদী’ বলে হেনস্তা করে। রাষ্ট্রদূত মাসুদ খান তাকে সেখান থেকে সরিয়ে নেন। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দেয়।”

অর্থাৎ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের বিমানবন্দরের নয় এবং সাম্প্রতিক সময়েরও নয়। বরং ২০২২ সালে ইসহাক দারের যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসির বিমানবন্দরের একটি ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

Tagged: