সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ঢাকায় রাতে অসংখ্য সেনাবাহিনী মোতায়েন করেছে ইউনুছ সরকার।গভীর রাতে রাস্তায় রাস্তায় চলছে সেনাবাহিনীর ব্যপক লাঠিচার্জ” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ‘Janakantha News’এর ফেসবুক পেজে গত ১২ জুন “রাস্তায় মাতাল যুবকদের শাস্তি দিল সেনাবাহিনী” শিরেনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। অর্থাৎ জনকণ্ঠের ভিডিওটিকেই আলোচিত দাবিতে যুক্ত করে প্রচার করা হচ্ছে।
আরও অনুসন্ধানে ‘Amar TV24’ এর ফেসবুক পেজেও গত ১২ জুন আলোচিত দাবির বিষয়ে একই তথ্য পাওয়া যায়।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, গভীর রাতে রাস্তায় সেনাবাহিনীর লাঠিচার্জের দাবিটি বিভ্রান্তিকর। বরং গত ১২ জুন রাস্তায় মাতাল যুবকদের শাস্তি দেওয়ার ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।