Home / রাজনীতি / ঢাবি পুকুরে ডাকসু নির্বাচনের এনসিপি প্রার্থীর মরদেহ ভেসে উঠেছে দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

ঢাবি পুকুরে ডাকসু নির্বাচনের এনসিপি প্রার্থীর মরদেহ ভেসে উঠেছে দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ভেসে উঠলো ছাত্রীর লাশ। আজ সকালে পুকুরে ভাসতে দেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মরা দেহ! সে ছিল ডাকসু নির্বাচনের এনসিপির প্রার্থী” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ‘News Update HD’ নামক একটি ইউটিউব চ্যানেলে গত ১৮ জুলাই “সবাই ভেবেছিলো ময়লার স্তুপ, তুলে দেখে মরদেহ | News Update HD | Islamic University | IU Student News” শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। 

ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

ভিডিওর বিস্তারিত অংশের বর্ণনায় বলা হয়, “কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে ভেসে উঠেছে এক শিক্ষার্থীর মরদেহ। নিহতের নাম সাজিদ আব্দুল্লাহ, বয়স মাত্র ২২। তিনি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই)।”

অর্থাৎ ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়। 

উক্ত ভিডিওটির সূত্র ধরে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধান দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৭ জুলাই “ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ভাসছিল শিক্ষার্থীর মরদেহ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে একই তথ্য পাওয়া যায়। 

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, “কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে পুকুর থেকে সাজিদ আবদুল্লাহ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। দুপুর থেকে নিখোঁজ থাকার পর বিকেলে পুকুরে তাঁর দেহ ভেসে উঠতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে।”

এছাড়াও, অনুসন্ধানে আলোচিত দাবির সাথে সম্পর্কিত কোনো তথ্য কিংবা সংবাদ গণমাধ্যমে পাওয়া যায়নি। 

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডাকসু নির্বাচনে এনপিপি প্রার্থীর লাশ পাওয়া যায় দাবিটি সঠিক নয়; বরং গত ১৭ জুলাই ইসলামি বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে পুকুর থেকে সাজিদ আবদুল্লাহ নামের এক শিক্ষার্থীর মরদেহ পাওয়ার ঘটনাকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

Tagged: